দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংগীতশিল্পী ফাহিম ইসলাম ১৫ বছর ধরেই গান করে আসছেন। তিনি ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন।
২০১০ সালে ‘কেনো বলো না’ ও ২০১৩ সালে ‘বলছি তোমায়’ শিরোনামে আরও ২টি একক অ্যালবাম প্রকাশ করেন ফাহিম। এছাড়াও প্রায় ১৫টি সিঙ্গেল গান প্রকাশ করে শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন এই সংগীতশিল্পী।
এবার ভালোবাসা দিবসে ফাহিম প্রকাশ করেন নতুন গান-ভিডিও। যার শিরোনাম ‘তুমি অনেক দামি’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির। গানটি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে।
গানটির ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে কক্সবাজারের মনোরম লোকেশনে। ভিডিওতে গায়ক ফাহিমের সঙ্গে রোমান্সে মেতেছেন মডেল মুন। ভিডিওটি পরিচালনা করেন সৈকত রেজা।
গান ও ভিডিও সম্পর্কে ফাহিম ইসলাম বলেছেন, ‘প্রত্যেক প্রেমিকের কাছেই তার প্রেমিকা অনেক বেশি প্রিয়, অনেক বেশি দামিও। এই গানটিতে আমরা এই কথাটি বোঝাতে চেয়েছি। যেহেতু ভালোবাসা দিবসের গান তাই ভালোবাসার গল্পেই সাজানো হয় এটি। ভিডিওটিও সাজানো হয়েছে ঠিক সেভাবেই।’
‘তুমি অনেক দামি’ গানটি প্রযোজনা করেছে ডেডলাইন মিউজিক। ১২ ফেব্রুয়ারি বিকালে ইউটিউবে এটি উন্মুক্ত করা হয়।
দেখুন ভিডিও গানটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।