দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিঠি সঠিক ঠিকানায় পৌঁছালো তবে একদিন দু’দিন নয় ১০০ বছর পর! আশ্চর্যজনক এ ঘটনাটি ঘটেছে ব্রিটেনে।
চিঠি পাঠানোর ১০০ বছর পর এসে প্রাপকের ঠিকানায় পৌঁছেছে। আশ্চর্যজনক এই ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। বিবিসি জানিয়েছে, ক্রিস্টাল প্যালেসের হ্যামলেট রোডের বাসিন্দা ফিনলে গ্লেন ২০২১ সালে চিঠিটি পেলেও বুধবার (১৫ ফেব্রুয়ারি) তিনি তা প্রকাশ করেন।
১৯১৬ সালে বিশ্বযুদ্ধের সময় পাঠানো ওই চিঠিটি সম্প্রতি দক্ষিণ লন্ডনের হ্যালেট রোডের ঠিকানায় আসার পর বিষয়টি নিয়ে শুরু হয় হইচই। এদিকে চিঠি পেয়ে গ্লেন এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘চিঠিটি পেয়ে প্রথমে মনে করেছিলাম ২০১৬ সালে পাঠানো চিঠি এটি। পরে খেয়াল করে দেখি যে, এতে রানির পরিবর্তে রাজার স্ট্যাম্প রয়েছে।’
রাজা পঞ্চম জর্জের ছবি সংবলিত ১ পেনির স্ট্যাম্প লাগানো ছিল ওই চিঠিতে। প্রথম বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময় এটি পোস্ট করা হয়েছিলো। সেই সময় রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মই হয়নি। ১৯১৬ সালে পাঠানো চিঠিটি পেয়ে অবাক হয়েছেন ২৭ বছর বয়সী গ্লেন। এর প্রথম লাইনটি ছিল, ‘মাই ডিয়ার কেটি’।
পোস্টাল অ্যাক্ট-২০০০ এর বিধান অনুযায়ী, প্রাপক ছাড়া চিঠি খোলা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়। তবে গ্লেন নিজের কৌতূহল চেপে রাখতে পারেননি। তিনি চিঠিটি খুলে ফেলেছেন।
পরে তিনি এটির ঐতিহাসিক গুরুত্বও বুঝতে পারেন এবং স্থানীয় চিঠিটিকে একটি পাক্ষিক পত্রিকা নরউড রিভিউ কার্যালয়ে নিয়ে গিয়েছিলেন। চিঠিটি কেটি নামে একজনকে লেখা হয়েছে। এই চিঠির প্রথম লাইনটিই ছিল, ‘মাই ডিয়ার কেটি’।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।