দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ছেলের বউ নিয়ে পালিয়ে গেলেন রামেশ বৈরাগী নামে এক বৃদ্ধ। ভারতের রাজস্থানের বুন্দি জেলার সিলোর গ্রামে ঘটেছে এমন এক আজব ঘটনা।
পূত্রবধূর সঙ্গে শ্বশুরের পরকীয়া সম্পর্কেই যাবতীয় গোলমালের সূত্রপাত ঘটে। খবর টাইমসনাউ। ছেলের বউকে নিয়ে ছেলের বাইক চেপেই পালিয়েছেন তিনি। তার ছেলে পাওয়ান বৈরাগী সদর থানায় বাবার কৃতকর্মের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন। অবশ্য পাওয়ানের দাবি হলো, তার স্ত্রীকে লোভ দেখিয়ে নিয়ে গেছেন তার বাবা। সুতরাং তার স্ত্রী আসলে নির্দোষ। রাজস্থানের এই ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ।
বুন্দি জেলার সিলোর গ্রামের বাসিন্দা হলেন এই পবন বৈরাগী। পবনের দাবি হলো, তার বাইক চুরি করেই পালিয়েছেন তিনি। বাবাই বউকে উসকিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছেন তিনি। কাজের জন্য তাকে বাড়ির বাইরে থাকতে হয় মাঝে-মধ্যেই। এই সুযোগ কাজে লাগিয়ে স্ত্রীকে প্ররোচনা দিয়েছে তারই বাবা।
পবনের ৬ মাস বয়সি এক সন্তানও রয়েছে। এখন তার মা দাদার সঙ্গে পালিয়ে যাওয়া শিশুটির দেখাশোনায় বেশ সমস্যাও হচ্ছে, জানিয়েছেন অস্বস্তিতে পড়া যুবক। তিনি আরও অভিযোগ করে বলেছেন, শুরুতে পুলিশ তার অভিযোগকে গুরুত্বই দেয়নি । যদিও সদর থানার এক আধিকারিক জানিয়েছেন যে, গুরুত্বের সঙ্গে পবনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বাইকসহ পলাতক যুগলকে শীঘ্রই খুঁজে বের করা হবে। তবে এখন পর্যন্ত শ্বশুর ও বউমার খোঁজ মেলেনি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।