দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রথমবারের মতো নিজস্ব প্রযোজনার বাইরে অভিনয় করলেন তারকা দম্পতি অনন্ত জলিল এবং বর্ষা। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তাদের এই সিনেমা ‘কিল হিম’।
এই বিষয়ে অনন্ত-বর্ষা দুজনেই তাদের ফ্যান পেজে পোস্ট দিয়ে লিখেছেন যে, ঈদুল ফিতরে সারাদেশে মুক্তি পাবে ‘কিল হিম’। এটি পরিচালনা করেছেন এমডি ইকবাল। রবিবার প্রকাশ পেয়েছে ছবিটির পোস্টারও।
পোস্টারে দেখা যাচ্ছে যে, অনন্ত-বর্ষা মোটর সাইকেলে চেপে রয়েছেন। গাড়ির হেডলাইট জ্বলছে। সানগ্লাস চোখে মোটর সাইকেলে পিস্তল হাতে গুলি করতে চলেছেন অনন্ত জলিল। তিনি পুরোপুরি অ্যাকশন মুডে রয়েছেন। দেখা যাচ্ছে, অনন্তর কপালে কাটা দাগ। আর তারপাশে দাঁড়িয়ে মুচকি হাসছেন বর্ষা।
সিনেমাটির পরিচালক-প্রযোজক মো. ইকবাল একটি সংবাদ মাধ্যমকে জানান, সিমেমাটির কাজ এখন শেষ। ঈদেই আসছে ‘কিল হিম’। ইতিমধ্যে আমরা বড় বড় হলগুলো বুকিংও দিয়ে ফেলেছি। এছাড়াও সিনেপ্লেক্সে অনন্ত জলিলের আলাদা একটা ক্রেজ তো রয়েছেই। সেই অনুযায়ী আমরা হল বুকিংয়ের কাজও করে যাচ্ছি।
তিনি আরও জানিয়েছেন, ‘সিনেমাটির টিজার আসছে। সেই সঙ্গে প্রচারণাতেও থাকবে ধামাকা। আশাকরি সিনেমাটি ঈদে সিনেমাপ্রেমীদের বিনোদনের খোরাকও জমাবে।’
‘কিল হিম’ চলচ্চিত্রে অনন্ত-বর্ষা ছাড়াও আরও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর ও সীমান্ত প্রমুখ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।