দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোনার বাংলার ৭ বগি লাইনচ্যুত হয়ে প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। এই ঘটনার পর আজকের (সোমবার) ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন সোনার বাংলার প্রথম ঈদ যাত্রা ট্রেন বাতিল করা হয়েছে।
গতকাল রবিবার (১৬ এপ্রিল) রাত ১০টায় রেলওয়ে মহাপরিচালক কামরুল আহসান বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।
এ সময় তিনি বলেন, ট্রেনটি উদ্ধার করে রাতের মধ্যেই ঠিক করা সম্ভব হবে না। তাই আগামীকাল (আজ) এই ট্রেনের যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনটি আগামী বুধবার চালানো হবে।
রেলওয়ে মহাপরিচালক জানিয়েছেন, ওই দিন ট্রেনটির কোনো শিডিউলে ছিল না। বিশেষ বিবেচনায় ওই দিন (সোমবারের) যাত্রীরা বুধবার একই টিকিটের ট্রেনে ভ্রমণ করতে পারবেন। তবে যারা বুধবার এই ট্রেনে যাবেন না, তারা চাইলে কাল (আজ সোমবার) অনলাইনে টিকিট ফেরত দিতে পারবেন।
উল্লেখ্য, কুমিল্লার লাঙ্গলকোট উপজেলায় যাত্রীবাহী এবং মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় গতকাল (রবিবার) সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গতকাল রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। লাইনচ্যুত হয়ে বেশ কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।