দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ইউক্রেনকে রকেটসহ একগুচ্ছ অস্ত্র দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অপরদিকে রাশিয়াও ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করে দিয়েছে।
ইউক্রেনকে আরও ৩ হাজার কোটি ডলারের অস্ত্র দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার অত্যাধুনিক রকেট, হাউইটজার কামান, গোলাগুলিও পাবে ইউক্রেন। -ডয়চে ভেলে।
পেন্টাগনের এক কর্মকর্তা সংবাদসংস্থা এপিকে জানিয়েছেন যে, ইউক্রেনকে এবার হাইড্রা ৭০ আনগাইডেড রকেট দেওয়া হবে, যা যুদ্ধবিমান থেকেও ছোড়া যায়। এছাড়াও হিমরাস রকেট সিস্টেম থেকে ছোড়া য়ায় এমন রকেটও দেওয়া হবে। অদূর ভবিষ্যতে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের কাজে এটি ব্যবহার করা হবে।
মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়া জরুরি ভিত্তিতে এই অস্ত্রগুলো দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। তাই ইউক্রেনের হাতে বেশ তাড়াতাড়ি এই সব অস্ত্র পৌঁছে যাবে। এছাড়াও ইউরোপীয় কমিশন জানিয়েছে যে, তারা ইউক্রেনকে ১০৯ কোটি ডলারের গোলাবারুদ দেবে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভ জানিয়েছেন যে, এখন তারা প্রত্যাঘাতের জন্য প্রস্তুত হচ্ছেন। তারজন্য অস্ত্র, গুলি, গোলা পাওয়াটা খুব জরুরি। রাশিয়াও ক্ষেপণাস্ত্রের উৎপাদন দ্বিগুণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।