দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নায়িকা হিসেবে ৮০ টির মতো সিনেমা করে নিজেকে শীর্ষ অবস্থানে নিয়ে যাওয়া অপু বিশ্বাস প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেতে পারে আসন্ন কোরবানির ঈদে।
জনপ্রিয় এই নায়িকা অপু জানিয়েছেন, শীঘ্রই ছবিটির সেন্সর প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। এই ঈদেই ‘লাল শাড়ি’ মুক্তি দেওয়া হবে বলে আশা করছি।
গত অর্থবছরে সরকারি অনুদান পায় ‘লাল শাড়ি’। এই সিনেমাটির সহ-প্রযোজকের দায়িত্ব পালন করছেন অপু বিশ্বাস। ছবিটি পরিচালনায় রয়েছেন বন্ধন বিশ্বাস। ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে উপজীব্য করে প্রযোজনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন অপু বিশ্বাস। সঙ্গে রয়েছেন সাইমন সাদিক।
নায়িকা হিসেবে বহু ব্যবসা সফল ছবি উপহার দেওয়া অপু বিশ্বাস একটি সংবাদ মাধ্যমকে বলেন, রোজার ঈদে সেন্সর হয়নি বিধায় মুক্তিও দেওয়া যায়নি। চেষ্টা করছি আগামী কয়েকদিনের মধ্যে সেন্সর করাবো। আশা করছি আগামী কোরবানির ঈদে ‘লাল শাড়ি’ মুক্তি পাবে।
”শুরু থেকে প্রত্যেকেই যেভাবে সাপোর্ট করেছেন এতে করে কখনও নিজেকে আমি প্রযোজক অনুভব করিনি। টিমে যারা কাজ করেছেন সবাই নিজের ছবি মনে করেই কাজ করেছেন। সবাই মিলে ভালো একটি সিনেমা করার চেষ্টা করেছি। আমি চাইবো, এই ভালো কাজটি যেনো দর্শকরাও ভালোভাবে গ্রহণ করেন।”
গত বছর ২৫ সেপ্টেম্বর লাল শাড়ি ছবির মহরতে অপু জানিয়েছিলেন, বছর দুয়েক আগে একটি ছবি করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছি। তিনি ‘চলচ্চিত্র বোঝেন না’ এমন কথাও নাকি শুনেছিলেন! তখন অপুর মা বেঁচে ছিলেন। মেয়ের নামে অন্যের মুখে এই কথা শুনে সম্মানেও লাগে অপুর প্রয়াত মায়ের।
মায়ের ইচ্ছেপূরণ করতে মূলত প্রযোজনায় আসা এই ঢালিউড কুইন’র। লাল শাড়ি সম্পর্কে তিনি বলেন, আমাদের ঐতিহ্য-সংস্কৃতি নিয়ে এই ছবিটি নির্মিত হয়েছে।
‘হারানো ঐতিহ্য তাঁত শিল্প এই সিনেমার প্রাণ। এটি গ্রামীণ প্রেক্ষাপটের একটি অসাধারণ গল্প। আমরা একটি অসাধারণ সিনেমা উপহার দিতে চেয়েছি।”
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।