দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একদিন দুদিন নয়, দীর্ঘ ২২ বছর কোমায় থাকার পর মৃত্যুর কাছে পরাজিত হলেন বোমা হামলার শিকার মার্কিন বংশোদ্ভূত জনৈকা ইসরায়েলি নারী!
তার নাম চানা নাচেনবার্গ। তিনি ২০০১ সালের ৯ আগস্ট জেরুজালেমের একটি পিজ্জা রেস্টুরেন্টে আত্মঘাতী বোমা হামলার শিকার হয়েছিলেন। গত ১ জুন এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে বিবিসি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জেরুজালেমের সারো পিজেরিয়ায় ২২ বছর আগে যখন হামলা চালানো হয়েছিলো সেই সময় ছানা নাচেনবার্গের বয়স ছিল ৩১ বছর। ওই হামলায় ৭ শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীসহ ১৫ জন নিহত হন। ওই হামলায় তিনি ছাড়াও আরও দুই মার্কিন নাগরিক নিহত হয়েছিলেন।
ওই হামলার সঙ্গে জড়িত থাকায় আহলাম তামিমি নামে এক নারীকে ২০০৪ সালে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছিলো ইসরায়েলের একটি আদালত। তার জন্ম পশ্চিম তীরে ও জর্ডানের নাগরিকত্বও ছিল তার। ২০১১ সালে একটি চুক্তির অংশ হিসেবেমুক্তি পান তিনি।
ইজ আল-দিন শুহেইল আল-মাসরি নামে এক ব্যক্তি ওই হামলা চালিয়েছেন বলে পরবর্তীতে উঠে আসে। ওই হামলাকারীকে সহায়তা করেন তামিমি। মুক্তি পাওয়ার পর তিনি জর্ডানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ভয়াবহ ওই হামলার জন্য তিনি অনুতপ্ত তো ননই বরং গর্বিত বলে জানিয়েছেন তামিমি নিজে। জানা যায়, এফবিআই-এর মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকাতেও তামিমির নাম রয়েছে।
সারো নামে যে রেস্টুরেন্টে ওইসময় হামলা চালানো হয় সেটি পশ্চিম জেরুজালেমের একটি ব্যস্ত এলাকায় অবস্থিত। হামলার সময় ওই রেস্টুরেন্টে প্রচুর লোকজন ছিল। স্থানীয় কর্তৃপক্ষ দাবি করেন, ২০০১ সালের ৯ আগস্ট ওই রেস্টুরেন্টে প্রবেশ করেন তামিমি ও মাসরি এবং আত্মঘাতী হামলা চালায়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।