দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জালিয়াতি ও চেক বাউন্স মামলায় অভিযুক্ত বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের জামিনের আবেদন মঞ্জুর হয়েছে। জানা যায়, আড়াই কোটি টাকার চেক বাউন্স মামলায় অভিযুক্ত এই নায়িকা শনিবার (১৭ জুন) রাঁচি সিভিল কোর্টে আত্মসমর্পণ করেন।
আদালত শর্তসাপেক্ষে ‘গদর’ অভিনেত্রীর জামিনের আর্জি মঞ্জুর করেছেন বলে জানা যায়। গত এপ্রিল মাসে আমিশা প্যাটেলের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন রাঁচি হারমু জেলার বাসিন্দা অজয় কুমার সিং। তিনি একজন প্রযোজক। তার অভিযোগ হলো, আমিশা তাকে ‘দেশি ম্যাজিক’ নামে একটি ছবির জন্য অর্থ বিনিয়োগের আমন্ত্রণ করেন।
ওই ব্যক্তির দাবি, তিনি ছবিটি নির্মাণ এবং প্রচারের জন্য আমিশার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৫ কোটি টাকা স্থানান্তরও করেছিলেন। ২০১৩ সালে ছবিটির শুটিং শুরু হলেও এখনও তা শেষ হয়নি।
অজয় কুমার সিং-এর দাবি হলো, আমিশা এবং তার ব্যবসায়িক অংশীদার আশ্বাস দিয়েছিলেন যে, ছবিটি শেষ হওয়ার পর সুদের সঙ্গে তিনি আসল ফেরত পাবেন। বারবার দেরি হওয়ার পর, আমিশা অজয় কুমার সিংকে ২০১৮ সালের অক্টোবরে ২.৫ কোটি ও ৫০ লক্ষ টাকার দুটি চেক দিয়েছিলেন, যে চেক বাউন্স হয়ে যায়। তারপরই আমিশা এবং তার ব্যবসায়ীক সঙ্গী ক্রুনালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০ ধারায় মামলা দায়ের করেন অজয়।
জালিয়াতি এবং চেক বাউন্স মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২১ জুন ধার্য করা হয়েছে। ওইদিন আমিশাকে রাঁচি আদালতে শারীরিকভাবে হাজির হতে বলেছে আদালত। জানা যায়, এদিন আমিশা প্যাটেল আদালতে হাজির হন কাপড় দিয়ে মুখ ঢেকে। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।