দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লটারি জেতা পুরোপুরিই ভাগ্যের বিষয়য়। সেই ভাগ্য সামনে এসেও যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কেমন লাগবে একবার ভাবুন! এমনই ঘটনা ঘটেছে এক যুগলের। লটারিতে ২২৬৫ কোটি টাকা জিতেও হারাতে হয়েছে! কিন্তু কেনো?
কেউ যখন লটারি জিতে যায় তার খুশি আর দেখে কে। তার ওপর সেই লটারিতে জেতা অর্থের পরিমাণ যদি হয় ১৮ কোটি ২০ লাখ ব্রিটিশ পাউন্ড যা ২২৬৫ কোটি টাকারও বেশি, তাহলে তো খুশির কোনও শেষ থাকবে না। এক ব্রিটিশ যুগল লটারিতে এই অর্থ জিতলেও শেষ পর্যন্ত তা তুলতেই পারেননি!
র্যাশেল কেনেডি (১৯) এবং তার প্রেমিক লিয়াম ম্যাকরোহান (২১) ইউরোভিশন জ্যাকপটের একটি লটারির টিকিট কাটেন। পরে অ্যাপসের মাধ্যমে এই যুগল জানতে পারেন লটারি জিতেছেন তারা।
লটারি জিতে যাওয়ার পর জল্পনা-কল্পনায় ভাসতে থাকেন তারা। তবে তাদের এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ লটারিতে জেতা অর্থ তুলতে গিয়েই বাধে এক মহা বিপত্তি।
লটারির অর্থ তুলতে গিয়ে তারা জানতে পারেন যে, তারা যে অ্যাকাউন্ট থেকে টিকিট ক্রয় করেছিলেন সেটিতে যথেষ্ট পরিমাণ অর্থ না থাকায় টিকিটের অর্থই নাকি সম্পূর্ণ পরিশোধ হয়নি।! তাই, তাদের টিকিট লটারি জেতার জন্য বৈধ নয়। অর্থাৎ, লটারি জিতেও অর্থ পাওয়া হলো না ওই যুগলের!
র্যাশেল জানিয়েছেন যে, ‘প্রদত্ত নম্বরে কল দিয়ে যখন লটারিতে জেতা অর্থ চাই, তখন তারা জানালেন যে, আমার টিকিট লটারির নম্বর জিতলেও অ্যাকাউন্টে যথেষ্ট অর্থ না থাকার কারণে টিকেটের টাকা পরিপূর্ণ পরিশোধ হয়নি। তাই আমি ওই টাকা পাবো না। লটারি জেতার খবরে আমি যখন আকাশে উড়ছিলাম। তারা এটা বলার পর আকাশ থেকে যেনো একেবারে মাটিতে পড়ে গেলাম আমি। তবে আমার চেয়েও বেশি মন খারাপ হয় লিয়ামের। কারণ লটারি জেতার খবরে গাড়ি ও বাড়ির স্বপ্ন দেখতে শুরু করেছিলাম আমরা।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।