দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রতিধি নির্বাচনে ভোট দেওয়ার জন্য আহ্বান করা হয়। ভোট হলো নাগরিক অধিকার। কিন্তু আপনি কী কখনও শুনেছেন ভোট দিলে জরিমানা গুণতে হবে? এবার ঠিক তাই ঘটেছে। ভোট দিলেই ১০ হাজার টাকা জরিমানা গুনতে হবে!
এবার ঠিক ভিন্ন ধরনের ঘটনা দেখা গেছে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার গাজোল ব্লকের দেওতলা গ্রামে। গ্রামবাসীরা পোস্টার টানিয়ে জানিয়ে দিয়েছেন যে, গ্রামের কেও যদি ভোট দেয় তাহলে তাকে ১০ হাজার টাকা জরিমানা গুনতে হবে!
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়, ওই গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন যে, দেওতলা গ্রাম পঞ্চায়েতের বড় জগদীশপুর, দোআঁশ এলাকায় কোনো পাকা রাস্তাও নেই। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় চলা যায় না। দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
তাই তাদের অভিযোগ, ওই এলাকায় পানীয় জলের ব্যবস্থা নেই। পুকুরের পানিই তাদের একমাত্র ভরসা। বিষয় নিয়ে বহুবার আবেদন করা হয়। তারা এইসব বিষয় নিয়ে আন্দোলনও করেছেন। তবুও সমস্যার কোনোই সমাধান হয়নি।
গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচন এলে রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়ে চলে যান। ভোট শেষ হলেই ভুলে যান সেই সব প্রতিশ্রুতির কথা। তাই এবার ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে এই গ্রামটিতে।
উল্লেখ্য যে, পশ্চিমবঙ্গে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন, যা বাংলাদেশের সঙ্গে তুলনা করলে ইউনিয়ন পরিষদ নির্বাচন বলা যায়। আগামী ৮ জুলাই রাজ্যটিতে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।