দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসন অভিনেতা হতে চেয়েছিলেন। নিজের এ ইচ্ছার কথা মৃত্যুর কয়েক মাস আগে গোপন ডায়েরিতে লিখেছিলেন তিনি।
২০০৯ সালে ৫০ বছর বয়সে মারা যান খ্যাতি সম্পন্ন এই পপসম্রাট। কিংবদন্তি নৃত্য ও চলচ্চিত্র তারকা জেনে কেলি এবং ফ্রেড অ্যাস্টেয়ারের চেয়েও বেশি বিখ্যাত হতে চেয়েছিলেন জ্যাকসন। এমন মনোভাব ব্যক্ত করেছিলেন একটি ডায়েরিতে।
ডায়েরিতে তিনি লিখেছেন, ‘যদি আমি চলচ্চিত্রে মনোযোগী না হই, তাহলে অমরও হবো না। কেলি ও অ্যাস্টেয়ারের চেয়েও সর্বকালের সেরা দক্ষ চিত্রতারকা হতে চাই।’ ‘আমেরিকান আইডল’-এর স্রষ্টা সায়মন ফুলারের সঙ্গে ছবি নিয়ে পরিকল্পনাও করেছিলেন তিনি। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও মাইকেল নিজের জীবন নিয়ে মঞ্চনাটক তৈরি এবং নতুন ব্যবসা দাঁড় করানোর বাসনার কথা লিখে গেছেন ওই ডায়েরিতে। সূত্র: অনলাইন।