The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

উচ্চতার কারণে ছবি থেকে বাদ পড়েছিলেন দীপিকা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে সফল অভিনেত্রীদের মধ্যে তালিকার প্রথম সারিতে নাম লিখিয়েছেন দীপিকা পাড়ুকোন। এ বছরে কেরিয়ারের ঝুলিতে পর পর দু’টি হাজার কোটি টাকার সিনেমা (জওয়ান ও পাঠান) ভরে ফেলেছেন এই অভিনেত্রী।

উচ্চতার কারণে ছবি থেকে বাদ পড়েছিলেন দীপিকা! 1

শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে তার কেরিয়ার শুরু হয়েছিলো। আবার শাহরুখের সঙ্গে অভিনীত ‘জওয়ান’ ও ‘পাঠান’ দু’টি সিনেমার মাধ্যমে বড় সাফল্য পেয়েছেন দীপিকা পাড়ুকোন।

তবে বলিউডের অন্য এক খানের জন্য দীপিকা একটি হিট ছবি থেকে বাদও পড়ে যান। পরে সেই ছবিতে আবার অভিনয় করতে দেখা গেছে ক্যাটরিনাকে।

এক পুরনো সাক্ষাৎকারে দীপিকা তার কেরিয়ারের গোড়ার দিকের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি বলিউডের এক খ্যাতনামী প্রযোজকের সঙ্গে দেখা করতে যান। তিনি ভেবেছিলেন যে, ওই ছবিতে অভিনয়ের সুযোগ পেলে কেরিয়ারের কয়েক ধাপ সিঁড়ি উপরে চড়তে পারবেন। প্রযোজকও দীপিকাকে মুখ্যচরিত্রের জন্য চূড়ান্ত করে ফেলেছিলেন। তবে শেষতক বাধা হয়ে দাঁড়ান ওই ছবির অভিনেতা।

দীপিকা সাক্ষাৎকারে বলেছেন যে, প্রযোজক আমাকে আশ্বাস দিয়েছিলেন যে, আমাকেই তিনি মুখ্যচরিত্রে অভিনয়ের সুযোগ দেবেন। তিনি এই বিষয়ে ছবির নায়কের সঙ্গেও এক বার আলোচনা করে নিতে চান। আমায় প্রযোজক ভরসা দিয়েছিলেন যে, আমি যেনো চিন্তা না করি। ওনার ছবিতে আমিই অভিনয় করবো।

ছবির অভিনেতা নাকি সেই সময় মুম্বাইয়ে ছিলেন না। বাইরে থাকার কারণে অভিনেতার সঙ্গে যোগাযোগ করাও সম্ভব নয় বলে দীপিকাকে জানিয়েছিলেন ওই প্রযোজক। তিনি আরও জানিয়েছিলেন যে, অভিনেতা ফিরলে বিন্দুমাত্র দেরি না করেই তার সঙ্গে আলোচনাতে বসবেন প্রযোজক।

দীপিকা এও আন্দাজ করতে পেরেছিলেন যে, ছবিটি বক্স অফিসে হিট করবে। অভিনয়ের সুযোগ পেয়েছিলেন বলে আনন্দে আত্মহারাও হয়ে পড়েছিলেন এই অভিনেত্রী। তবে পরে তিনি জানতে পারেন যে, তাকে ওই ছবি থেকে অজানা কারণে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে নেওয়া হয়েছে ক্যাটরিনাকে।

শুধু তাই নয়, দীপিকাকে হিট ছবি থেকে বাদ দিয়েছেন ছবির অভিনেতা, বলিউডের এক খান, বলিউডেরই ‘পারফেকশনিস্ট’ আমির খান। দীপিকাকে বাদ দিয়ে ক্যাটরিনাকে পছন্দ করেন আমির খান নিজেই।

বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর হলো, উচ্চতার কারণে নাকি দীপিকাকে ছবি থেকে বাদ দিয়েছিলেন আমির খান। এই অভিনেতার মতে, দীপিকার উচ্চতা তার তুলনায় এতোটাই বেশি যে, এতে একেবারেই মানানসই লাগবে না। শুধু তাই নয়, বড় পর্দায় তাদের সম্পর্কের রসায়ন জমবে না বলেও জানিয়েছিলেন আমির খান।

দীপিকার পরিবর্তে ক্যাটরিনাকে অভিনয়ের প্রস্তাব দেওয়ার কথা বলেন আমির খান। আমিরের কথায় ক্যাটরিনাকে অভিনয়ের প্রস্তাব দিলেও দীপিকাকে কথা দিয়ে কথা না রাখার জন্য বেশ খারাপ লাগতে শুরু করে আদিত্যের।

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায় যে, তার নিজের ছবিতে দীপিকাকে অভিনয়ের সুযোগ দিতে না পারলেও আদিত্য কারান জোহরের একটি ছবিতে অভিনয়ের সুযোগ করিয়ে দিয়েছিলেন দীপিকাকে।

এক সাক্ষাৎকারে দীপিকা বলেছেন, যখন কিছু হয় তখন ভালোর জন্যই হয়। একটি ছবি থেকে বাদ পড়েছিলাম বলেই কিন্তু আমার কাছে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো ছবিতে অভিনয়ের সুযোগ এসেছিলো। তাই আমার তখন কোনও রকম আক্ষেপও ছিল না- শেয়ার করেন দীপিকা পাড়ুকোন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali