দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ সবসময় শুনে এসেছি মানুষ ছিনতাই করে, কিন্তু কোনো প্রাণী ছিনতাই করে এটা সচারচর শোনা যায় না। কিন্তু এমনটাই ঘটেছে। দক্ষিণ আফ্রিকার কেপটাওনে রাস্তার পাশের জঙ্গল থেকে ধেয়ে এসে এক বেবুন দিন-দুপুরে পথচারী ক্রেতার হাত থেকে সবজিসহ নানান পণ্য ছিনতাই করে নিল!
কেপটাওন দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় জনবহুল শহর। এখানে বেবুন এবং মানুষ একই সাথে খোলা-মেলা পরিবেশেই বসবাস করে। যাই হোক, স্থানীয় এক মুদী দোকান থেকে এক ক্রেতা নানান নিত্য নৈমিত্তিক জিনিসের সাথে খাবার ও সবজি কিনে রাস্তা পার হচ্ছিলেন। ঠিক ওই সময়, পাশের ঝোপ থেকে হঠাৎ করে একটা বুনো বেবুন ধেয়ে ঐ মহিলাকে আক্রমণ করে বসে!
মহিলার সৌভাগ্য যে বেবুন তার কোন ক্ষতি করেনি, সে কেবলি সবজিসহ মহিলার সাথে থাকা খাবার কেড়ে নিয়েছে। বেবুনের এই আক্রমণের সম্পূর্ণ ঘটনাটি উঠে আসে ফটোগ্রাফার Cyril Ruoso এর ধারণ করা স্থির চিত্রে। তবে ছবিতে দেখা যায় বেবুনের এই দিন-দুপুরে ডাকাতিতে ঐ মহিলা মোটেই বিচলিত না হয়ে তিনি অনেকটা শান্তই ছিলেন।
সূত্রঃ Huffington Post