Categories: বিনোদন

জার্মানীতে অনুষ্ঠিতব্য ৭৪তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জার্মানীতে অনুষ্ঠিতব্য ৭৪তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন বিয়ার’ পুরস্কার পেলো ডকুমেন্টারি ছবি ‘ডাহোমি’। এই ছবিটি পরিচালনা করেছেন ফ্রাঙ্কো-সেনেগালিজ পরিচালক মাতি ডিওপ।

জার্মানীতে অনুষ্ঠিতব্য ৭৪তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 1জার্মানীতে অনুষ্ঠিতব্য ৭৪তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 1

জার্মানীর রাজধানী বার্লিনে শনিবার রাতে জাকজমপূর্ণ গালা অনুষ্ঠানের আসর বসে। পৃথিবীর অন্যতম পুরোনো এই উৎসবের দিকেই চোখ ছিল অনেক সিনেমাপ্রেমীর।

গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিলো এবারের আসর। আসরের শেষ দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের আসরে ইসাবেল হুপার্টের ‘এ ট্র্যাভেলার্স নিডস’ ছবি রানার আপ হয়। দক্ষিণ কোরিয়ান এই ছবি রানার-আপ গ্র্যান্ড জুরি পুরস্কার জেতে। ছবিটি পরিচালনা করেন হং সাং সু।

Related Post

৭৪তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফরাসি ছবি ‘দ্য এম্পায়ার’ তৃতীয় স্থান পেয়ে জুরি পুরস্কার পেয়েছে।

অপরদিকে ‘পেপে’ ছবির জন্য বেস্ট ডিরেক্টসের পুরস্কার পেয়েছেন ডোমিনিকান চলচ্চিত্র নির্মাতা নেলসন কার্লো দে লস সান্তোস আরিয়াস।

আর সেরা পারফরম্যান্স ‘সিলভার বিয়ার’ পুরস্কার জিতেছেন মার্কিন অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যান। ‘এ ডিফারেন্ট ম্যান’ ছবির জন্য তিনি এই পুস্কাররটি জিতেছেন।

উল্লেখ্য, এবারের ৭৪তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের প্রধান ছিলেন কেনিয়ার অভিনেত্রী লুপিতা নিয়ং’ও। ‘গোল্ডেন ও সিলভার বিয়ার’ এই দু’টি বিভাগে বিজয়ী চলচ্চিত্র বাছাইয়ে জুরিদের নেতৃত্ব দিয়েছেন কেনিয়ার এই অভিনেত্রী।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on ফেব্রুয়ারী ২৭, ২০২৪ 11:05 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

মুঠো মুঠো ভিটামিন সি সাপ্লিমেন্ট খেলে কিডনিতে কী পাথর জমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি বিষয় হলো সাপ্লিমেন্ট যখন খুশি তখন খাওয়া যায় না।…

% দিন আগে

নতুন ইউনিকর্ন বাইক নিয়ে এলো হোন্ডা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হোন্ডার জনপ্রিয় মোটরসাইকেল সিবি ইউনিকর্ন সম্প্রতি নতুন রূপে আন্তর্জাতিক বাজারে…

% দিন আগে

২০২৫ সালেই মুক্তি পাবে সিয়াম অভিনীত ‘জংলি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৪ সালেই মুক্তির কথা ছিল এম রাহিম পরিচালিত সিয়াম আহমেদ…

% দিন আগে

বেলুনের ভিতর ঢুকে বিয়ের কনে: নিন্দার ঝড় নেটমাধ্যমে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশাল গোলাকৃতি একটি বেলুনের ভিতর লেহঙ্গা পরে রয়েছেন এক বিয়ের…

% দিন আগে

খেজুরের রস ও শীত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৭ পৌষ ১৪৩১…

% দিন আগে

প্রাপ্তবয়স্ক ও শিশুদের ক্ষেত্রে দুধ কখন ও কতোটা খেলে উপকার হবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি দুধ কোন সময় খাচ্ছেন ও কতোটুকু খাচ্ছেন, তা জানা…

% দিন আগে