Categories: বিনোদন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এনটিভির ৭ দিন ব্যাপি বিশেষ অনুষ্ঠানমালার ৬ষ্ঠ দিন যা থাকবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবছরের মতো এবারও টিভি চ্যানেল এনটিভি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৭ দিন ব্যাপি বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। প্রতিদিন সকাল থেকে রাত্রি অবধি পুরো অনুষ্ঠানসূচি আমরা আগের দিন প্রকাশ করবো। আশা করি ঈদের এইসব অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। আজ ৬ষ্ঠ দিন (১৬ এপ্রিল) এর অনুষ্ঠান দেখে নিন।

ঈদ উল ফিতরের ৬ষ্ঠ দিন

০৮:০০ ধারাবাহিক নাটক: প্রবাসী পরিবার ঈদ স্পেশাল। পর্ব ০৫। রচনা ও পরিচালনা: মারুফ রেহমান। অভিনয়ে: প্রাণ রায়, মায়মুনা মম, সেমন্তি সৌমী, মিলন ভট্টাচার্য্য, জৌপারী লুসাই, মীম চৌধুরী, স্বর্ণলতা, আসিফ নূর, মারুফ মিঠু, রত্মা খান, টুটুল চৌধুরী প্রমূখ।

Related Post

০৮:৩০ নৃত্যানুষ্ঠান: নাচিছে ঘূর্ণি বায়। প্রযোজনা: হাসান ইউসুফ খান। নৃত্য পরিচালক: ওয়ার্দা রিহাব। অংশগ্রহনে: ধৃতি নৃত্যালয়ের শিল্পীবৃন্দ।

০৯:০০ একক নাটক: পেইন গেস্ট। রচনা: পাপ্পুরাজ। পরিচালনা: মুসাফির রনি। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমূখ।

১০:০৫ বাংলা ছায়াছবি: আশিকী। পরিচালনা: অশোক পাতি ও আব্দুল আজিজ। অভিনয়ে: অঙ্কুশ, নূসরাত ফারিয়া প্রমূখ।

০২:৩০ টেলিফিল্ম: ঘোড়া রোগ। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, নাজিয়া হক অর্ষা, শাহানাজ খুশী, প্রাণ রায়, সৌম্য প্রমূখ।

০৫:১০ শিশু কিশোরদের অনুষ্ঠান: নক্ষত্রের মেলা। উপস্থাপনা: রোজা নাবিলা। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা। অংশগ্রহণে: টেলিভিশন,
ইউটিউব ও মঞ্চের জনপ্রিয় শিশু শিল্পীরা ০৬:৪৫ ধারাবাহিক নাটক: প্রবাসী পরিবার ঈদ স্পেশাল। পর্ব ০৬। রচনা ও পরিচালনা: মারুফ রেহমান। অভিনয়ে: প্রাণ রায়, মায়মুনা মম, সেমন্তি সৌমী, মিলন ভট্টাচার্য্য, জৌপারী লুসাই, মীম চৌধুরী, স্বর্ণলতা, আসিফ নূর, মারুফ মিঠু, রত্মা খান, টুটুল চৌধুরী প্রমূখ।

০৭:৫৫ একক নাটক: আমার বৃত্তে তুমি। রচনা: রাসেল আজম ও পথিক সাধন। পরিচালনা: পথিক সাধন। অভিনয়ে: খায়রুল বাশার, তানজিম সাইয়ারা তটিনী প্রমূখ।

০৯:৩০ একক নাটক: বনফুল ও ভাঙ্গা ফুলদানি। রচনা: নাসির খান। পরিচালনা: সেলিম রেজা। অভিনয়ে: খায়রুল বাশার, সাদিয়া আয়মান, তুতিয়া পাপিয়া, পলিন, আনিকা প্রমূখ।

১১:০৫ একক নাটক: দরদিয়া। রচনা: আসাদ জামান। পরিচালনা: মোহন আহমেদ। অভিনয়ে: নিলয় আলমগীর, সামিরা খান মাহি, পামির, চাঁদনী, জাভেদ গাজী, রিয়াজ প্রমূখ।

১২:০০ বিশেষ সঙ্গীতানুষ্ঠান: আমাদের গান। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা। অংশগ্রহণে: সাদিয়া লিজা, ঝিলিক, শফি মন্ডল, অনন্যা আচার্য্য, দীপ্র ও দূর্জয় বড়ুয়া। তথ্যসূত্র: এনটিভি।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on এপ্রিল ৯, ২০২৪ 12:54 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

জিভ দেখেও কিন্তু রোগ চেনা যায়! কোন উপসর্গ দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ শরীরে পানির ঘাটতি হলেও জিভ সাদা হয়ে যায়। নিয়মিত…

% দিন আগে

বেড়ে ওঠার সময় শিশুকে দুধ খাওয়ার সঙ্গে রুটিনেও আনতে হবে বদল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার শিশু বেড়ে ওঠার সময় কেবলমাত্র দুধভাত ও শাকসব্জি খাওয়ানোই…

% দিন আগে

ফেসবুকে পছন্দের পুরনো রিলস খুঁজে পেতে করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফেসবুকে কখন ঘণ্টার পর ঘণ্টা সময় পেরিয়ে যায় বোঝা যায়…

% দিন আগে

শীঘ্রই আসছে জিমের ‘মেঘবালিকা’ নামে নতুন নাটক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে…

% দিন আগে

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে বন্দুকধারীর গুলি: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলি করে অজ্ঞাত বন্দুকধারী। ব্রিটিশ সংবাদমাধ্যম…

% দিন আগে

পৃথিবীতে এমন ৫টি দেশ রয়েছে যেখানে ২৪ ঘণ্টাই দিনের আলো থাকে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি বিশ্বের প্রায় জায়গাতেই ১২ ঘণ্টার দিন, ১২ ঘণ্টার…

% দিন আগে