দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ইয়াহু এর পর এবার বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের ইমেইল ব্যাবস্থা Outlook.com এ করা ইমেইল আইডি সমূহের মাঝে অব্যবহৃত আইডি সমূহ মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।
ব্যবহার না আপনার Outlook.com এর ইমেইল আইডি মুছে ফেলা হবে
মাইক্রোসফট সার্ভিস এবং এগ্রিমেন্ট অনুযায়ী যদি কোন ব্যাবহারকারি তাদের সাইটে ইমেইল একাউন্ট খুলে ২৭০ দিনের বেশি দিন ঐ একাউন্টে প্রবেশ না করে তবে ঐ সকল ব্যাবহারকারির একাউন্ট স্বয়ংক্রিয় ভাবে বাতিল বা সার্ভার থেকে মুছে যাবে এবং এরূপ একাউন্ট বাতিল করা হলে উক্ত একাউন্টের মালিকের সে ক্ষেত্রে কিছুই বলার থাকবেনা।
মাইক্রোসফট ইতোমধ্যে পর্যালোচনা করে দেখতে পেয়েছেন তাদের অনেক হটমেইল বর্তমানে outlook.com একাউন্ট দীর্ঘদিন যাবৎ অব্যবহৃত আছে ফলে তারা এসব একাউন্ট আর তাদের সার্ভারে রাখবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে মাইক্রোসফট কর্পোরেশন ইতোমধ্যে জানিয়েছেন তাদের সার্ভারে থাকা ২৭০ দিনের অধিক সকল একাউন্ট তারা বাতিল করে দিবেন এবং একবার বাতিল হয়ে গেলে তা সার্ভার থেকে স্বয়ংক্রিয় ভাবে উধাও হয়ে যাবে এবং এর ৩৫০ দিনের মাঝে ঐ ব্যাবহারকারীর ইউজার নাম আবার নেয়া যাবে তবে এক্ষেত্রে আগের ইউজার নাম পাওয়ার বিষয়ে মাইক্রোসফট কোন রুপ নিশ্চয়তা দিচ্ছেনা বলেও জানায়।
এ মুহূর্তে বিশ্বব্যাপী হটমেইলের ৩৫ কোটি সক্রিয় গ্রাহক আছে। ২০০৭ সালে গুগলের জিমেইল আসার আগপর্যন্ত হটমেইলই ছিল সেরা ইমেইল। এখানে উল্লেখ্য মাইক্রোসফট তাদের ইমেইল ব্যাবস্থা মাইক্রোসফট আউটলুক.কম’কে এর আগে গুগোলের জিমেইলের সাথে পাল্লাদিয়ে আমূল পরিবর্তন করে। এদিকে বিশ্লেষকরা বলছেন, কেবল নতুন একটি ওয়েবমেইল সার্ভিসই আনছে না মাইক্রোসফট, বরং গুগলের ওয়েবমেইল সার্ভিস জিমেইলের সঙ্গে লড়াইয়ে নামছে প্রতিষ্ঠানটি। এদিকে এক গবেষণায় দেখা যায় ২০১২ সালের জুন পর্যন্ত মাসিক হিসাবে হটমেইলের (আউটলুকের) ভিজিটর সংখ্যা ৩২ কোটি ৪০ লাখ, ইয়াহুর ২৯ কোটি এবং জিমেইলের ২৭ কোটি ৪০ লাখ।
ধন্যবাদান্তেঃ দি টেক জার্নাল