দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে পরিগণিত হয়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপটি। এবার হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডে ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে এলো।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ছবি ও ভিডিও শেয়ার করতে পোল পরিচালনা করা যায়। এ ছাড়াও ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহারও করা হচ্ছে। প্রতিনিয়তই ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ। এইসব পরিবর্তনে অ্যাপটি আরও বেশি জনপ্রিয় হচ্ছে।
অপরদিকে ট্রান্সলেশন সুবিধা আরও উন্নত করতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এবার চ্যাটে স্বয়ংক্রিয়ভাবেই অনুবাদ হবে মেসেজ।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে, এই সুবিধাটি ব্যবহারকারীর গোপনীয়তা ও সুরক্ষা বজায় রেখে বিভিন্ন ভাষায় যোগাযোগ আরও সহজ করে তুলবে।
জানা গেছে যে, স্বয়ংক্রিয়ভাবে ভাষা শনাক্তকরণ সিস্টেমে চ্যাট অনুবাদ করার পূর্বে ব্যবহারকারীদের কথোপকথনের ভাষা ম্যানুয়ালি নির্দিষ্ট করে চিহ্নিত করার প্রয়োজনও হবে না। নতুন সিস্টেমটি সম্পূর্ণরূপে ব্যবহারকারীর ডিভাইসে ডাউনলোডও করা যাবে- এমন ল্যাঙ্গুয়েজ প্যাকের মাধ্যমে কাজও করবে।
স্থানীয়ভাবে অনুবাদ প্রক্রিয়াকরণের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ নিশ্চিত করবে যে, কোনও ডেটা বহিরাগত সার্ভারে যেনো না যায়। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করার জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশনও বজায় রাখবে হোয়াটসঅ্যাপ। এছাড়াও ব্যবহারকারীদের চ্যাট অনুবাদের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজনও হবে না।
ওয়াবেটাইনফো (WabetaInfo) -এর এক রিপোর্ট অনুযায়ী জানা যায়, এই ফিচারের একটি প্রধান সুবিধাই হলো, গ্রুপ চ্যাটে যোগাযোগ আরও উন্নত করা যাবে। সাধারণত গ্ৰুপ চ্যাটে প্রায়শই একাধিক ভাষা ব্যবহার করা হয়ে থাকে। অনুবাদের জন্য একটি নির্দিষ্ট ভাষা নির্বাচন করার পরিবর্তে, হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবেই প্রতিটি বার্তার ভাষা শনাক্ত করবে ও সেই অনুযায়ী অনুবাদও করবে। যে কারণে ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন এবং ভালো অভিজ্ঞতাও পাবেন।
এছাড়াও ল্যাঙ্গুয়েজ প্যাকগুলোর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণও থাকবে ব্যবহারকারীর কাছে। স্টোরেজ সেটিংসের মাধ্যমে সেগুলো মুছে ফেলতে পারবেন বা পুনরায় ডাউনলোড করার অপশনও পাবেন।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org