দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের কারণে বিশ্বব্যাপী পণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা প্রবল থেকে প্রবলতর হচ্ছে, বাড়তে পারে আইফোনের দামও। বিশেষজ্ঞরা মনে করছেন যে, নতুন শুল্কের কারণে আইফোনের দাম ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
নতুন শুল্ক আরোপের কারণে চীন হতে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে নতুন শুল্কহার গিয়ে দাঁড়াচ্ছে ৫৪ শতাংশ পর্যন্ত। অ্যাপলের বেশির ভাগ আইফোন এখনও চীনে তৈরি হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদনব্যবস্থা ফিরিয়ে আনার জন্য এর আগেও চীনা পণ্যের ওপর ট্রাম্প শুল্ক আরোপ করেন। যার লক্ষ্যই ছিল মেক্সিকোর মতো নিকটবর্তী দেশে এটি স্থানান্তরিত করা। তবে তখন অ্যাপল কিছু পণ্যের জন্য শুল্ক মওকুফ করিয়ে নিতে পারে। এবার এখনও কোনো ছাড় দেওয়া হয়নি।
রোজেনব্ল্যাট সিকিউরিটিজের বিশ্লেষকরা বলেন, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আইফোন ১৬ মডেলের সর্বনিম্ন দাম ৭৯৯ মার্কিন ডলার, যা নতুন শুল্কের কারণে ১ হাজার ১৪২ ডলারে পৌঁছে যেতে পারে। এ ছাড়াও আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম ১ হাজার ৫৯৯ ডলার হতে বেড়ে ২ হাজার ৩০০ ডলার হয়ে যেতে পারে। যদি অ্যাপল ৪৩ শতাংশ শুল্ক ব্যয় ক্রেতাদের ওপর চাপিয়ে দেয়, তাহলে আইফোনের এমন দামই হবে।
রোজেনব্ল্যাট সিকিউরিটিজের বিশ্লেষক বার্টন ক্রকেট বলেছেন, আমরা ভেবেছিলাম, মার্কিন প্রতিষ্ঠান হিসেবে অ্যাপলকে হয়তো বিশেষ ছাড় দেওয়া হবে, তবে বাস্তবতা একেবারেই তার বিপরীত। আমাদের হিসাব অনুসারে, ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক অ্যাপলের জন্য অন্তত ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি ডেকে আনতে পারে। তবে আমরা এখনও মনে করি, আলোচনার মাধ্যমে অ্যাপল, চীন ও হোয়াইট হাউস নিশ্চয়ই কোনো সমাধানে পৌঁছাবে।
অ্যাপল তাদের প্রযুক্তি পণ্যের উৎপাদনের একটা অংশ ইতিমধ্যেই ভিয়েতনাম এবং ভারতে সরিয়ে নিয়েছে। তবে এইসব দেশও ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের আওতায় পড়েছে। ভিয়েতনামে ৪৬ শতাংশ ও ভারতে ২৬ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। তবে দেশ দু’টির শুল্কহার চীনের চেয়ে কিছুটা কম।
সিএফআরএ রিসার্চের বিশ্লেষক অ্যাঞ্জেলো জিনো মনে করেন যে, অ্যাপলের পক্ষে ৫ হতে ১০ শতাংশের বেশি দাম বাড়ানো কঠিনই হবে। আমরা মনে করি যে, অ্যাপল বড় কোনো মূল্যবৃদ্ধিই করবে না অন্তত এই বছরের শরৎকাল পর্যন্ত, অর্থাৎ যখন আইফোন ১৭ বাজারে আসবে।
নতুন শুল্কের কারণে আইফোনের দাম বাড়বে কি না, তা নিয়ে অ্যাপল এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্যই করেনি। বিশ্লেষকরা মনে করেন, অ্যাপলের নতুন এআই-ভিত্তিক ফিচারগুলো ক্রেতাদের যথেষ্ট আকর্ষণ করতে না পারার কারণে সাম্প্রতিক সময় আইফোনের বিক্রি কমে গেছে।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org