দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের মস্তিষ্কের গঠনের ৭৫ শতাংশই নাকি পানি! এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। সমপ্রতি একটি অনলাইন সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে।
অনেক অজানা তথ্যের ভিড়ে আজ বেশ কয়েকটি অজানা তথ্য তুলে ধরা হবে। এগুলো হয়তো আমাদের সকলের কাছে বিশ্বাসযোগ্য না হলেও বাস্তব।
মস্তিষ্ক
মানুষের মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানীদের গবেষণার শেষ নেই। এবার তারা বলেছেন, মানুষের মস্তিষ্কের গঠনের ৭৫ শতাংশই পানি।
লিপস্টিকে মাছের আঁশ
লিপস্টিকে মাছের আঁশ- নারীদের জন্য একটু বিব্রতর তথ্য বটে। অনেকে হয়তো জানার পর মনে মনে শূন্যে খানিকটা লাফিয়েও উঠতে পারেন। বেশির ভাগ লিপস্টিকেই অন্যতম উপাদান হিসেবে প্রক্রিয়াজাত মাছের আঁশ থাকে।
মানুষের জিহ্বার ছাপও ভিন্ন
আমরা জানি প্রতিটি মানুষের আঙুলের ছাপ ভিন্ন। আর তাই আঙুলের ছাপ জমি রেজিস্ট্রি কিংবা যারা লেখা-পড়া জানেন না তাদের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এবার আরেকটি নতুন তথ্য পাওয়া গেছে। আর তা হলো যেমন আঙুলের ছাপ মানুষের ভিন্ন ভিন্ন ঠিক তেমনি প্রতিটি মানুষের জিহ্বার ছাপও এক নয়। অর্থাৎ ভিন্ন ভিন্ন।