দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুরু হতে যাচ্ছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭। এই ক্রীড়া ইভেন্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে রয়েছে বাড়তি উত্তেজনা।

ফ্যানদের এই আগ্রহ বিবেচনায় নিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বিনামূল্যে লাইভস্ট্রিম করবে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি; যে কারণে দর্শকরা আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও সুবিধাজনক উপায়ে উচ্চমানের কন্টেন্ট উপভোগ করার সুযোগ পাবেন। টফি সম্প্রতি একটি নতুন ইউজার ইন্টারফেস উন্মোচন করেছে, যা গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করবে। এখন থেকে যে কোনো অবস্থাতেই গ্রাহকরা স্ট্রিমিং করতে পারবেন; ভ্রমণরত অবস্থা বা কাজের বিরতি, অথবা কোথাও যাওয়ার পথে যে কোনো সময় এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে দেখতে পারবেন নিজের প্রিয় খেলার প্রতিটি মুহূর্ত।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পাশাপাশি, প্রিমিয়াম প্যাকে সাবস্ক্রাইব করলেই দর্শকরা টফিতে ১০ হাজারেরও বেশি কন্টেন্ট দেখতে পারবেন।
এই বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, “গ্রাহকদের জন্য টফিতে বিনামূল্যে বহুল প্রতীক্ষিত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ উপভোগ করার সুযোগ নিয়ে আসতে পেরে আমারা আনন্দিত। আমরা সম্প্রতি প্রিমিয়াম প্যাক ও একটি ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস চালু করেছি; যে কারণে গ্রাহকরা এখন আরও সহজে এবং স্বাচ্ছন্দ্যে এই টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন। গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা বিবেচনায় নিয়ে বিশ্বমানের ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে তাদের ভিউয়িং অভিজ্ঞতা উন্নত করাই আমাদের লক্ষ্য।”
তাহলে আর দেরি কিসের? যে কোনো সময়, যেকোনো জায়গা থেকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টানটান উত্তেজনা উপভোগ করতে আজই সাবস্ক্রাইব করুন।
খবর সংবাদ বিজ্ঞপ্তির।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org