The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গাপূজার সমাপ্তি

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ মা দুর্গাকে বিসর্জনের মাধ্যমে হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘটেছে আজ।

Durga Puja

আজ ছিল শারদীয় দুর্গাপূজার দশমী। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হলো শারদীয় দুর্গাপূজা। বাঙালি হিন্দুদের জন্য এই শারদীয় দুর্গাপূজা সবচেয়ে বড় উৎসব। আজ বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই এই ধর্মীয় উৎসব পালিত হয়। সন্ধ্যার ক্ষণে সারাদেশের প্রতিটি এলাকায় প্রতীমা বিসর্জন দেওয়া হয়।

এর আগে সিঁদুর খেলা ও মা দুর্গাকে আশির্বাদের মাধ্যমে বিদায় জানানো হয়। মা দুর্গার কাছে শুধু নিজের জন্য নয়, দেশ ও জাতির সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। শোভাযাত্রা সহকারে প্রতীমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় রাজধানীর বুড়িগঙ্গার তীরে। এরপর ধর্মীয় রীতি অনুসারে বিসর্জন দেওয়া হয়। এ সময় বুড়িগঙ্গার প্রতিটি তীরে মানুষের ঢল নামে।

এদিকে হিন্দু ধর্মের এই বড় উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি এ্যাডভোকে আবদুল হামিদ ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...