দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাটে গিয়ে হন্যে হয়ে ঘুরে ঘুরে গরু কেনার কাজ দিয়ে যে ঈদের শুরু হয় সেই কোরবানী ঈদ একেবারে সন্নিকটে। আগামীকাল পালিত হবে পবিত্র ঈদুল আযহা।
আল্লাহ্র উদ্দেশে কোরবানীর মতো মহান ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা আগামীকাল। আল্লাহ পাকের প্রতি অপার আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক ঘটনার স্মরণে মুসলিম বিশ্বে ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রতি বছর পশু কোরবানি দিয়ে থাকে বিশ্বের লক্ষ কোটি ধর্মপ্রাণ মুসলমানরা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। চলছে ঈদের সকল প্রস্তুতি। কোরবানীর সকল সরঞ্জামাদি সংগ্রহ যেমন ছুরি, চাকুসহ অন্যান্য সামগ্রী তৈরি করা হয়েছে ইতিমধ্যেই। আগামীকাল রাত পোহালেই শুরু হবে ঈদের আনন্দ। সকালে দুই রাকাত নামাজ আদায়ের মাধ্যমে শুভ সূচনা হয়ে নামাজের পর কোরবানী করার মাধ্যমে মূল ঈদ আনন্দ শুরু হবে।
ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে তিনদিনের সরকারি ছুটি শুরু হয়েছে। ঈদকে সামনে রেখে জাতীয় দৈনিকগুলো বিশেষ সংখ্যা বের করেছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, সব ক’টি বেসরকারি টিভি চ্যানেল ও এফএম রেডিও ঈদুল আযহা উপলক্ষে এক সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা ছেড়েছে লাখ লাখ মানুষ। ফলে রাজধানী এখন ফাঁকা হয়ে গেছে। সড়কগুলোতে জ্যাম নেই। মনে হচ্ছে এ অন্যরকম ঢাকা।
কোরবানী ঈদ উদযাপনে কোরবানির পশু কেনা অনেকেই সম্পন্ন করেছেন। যারা এখনও কেনেননি তারা পশু কিনতে ছুটছেন এক হাট থেকে আরেক হাটে। জাতীয় ঈদগাহে প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে।