দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিভিন্ন দেশের সরকারী ওয়েব সাইট হ্যাক করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার জন্য Anonymous নামের হ্যাকিং গ্রুপের বেশ নাম আছে। তবে এবার Anonymous নয়, মাত্র ১২ বছর বয়সী এক কিশোর খোদ আমেরিকার সরকারী ওয়েব সাইট হ্যাক করে তার যাবতীয় তথ্য Anonymous এর হাতে তুলে দিয়েছে!
১২ বছর বয়সী সেই কিশোরের নাম অবশ্য এখনও মিডিয়াতে প্রকাশ করা হয়নি, কিন্তু জানা গেছে সে মাত্র পঞ্চম গ্রেডের ছাত্র এবং মাত্র ন’বছর বয়স থেকেই কম্পিউটারের প্রতি নেশাগ্রস্ত! কিশোরটি স্বীকার করেছে যে সে কিছু কমার্শিয়াল কোম্পানীর ওয়েব সাইট হ্যাকের পাশাপাশি মন্ট্রিল পুলিশের ওয়েবসাইট, কিউবেক ইন্সটিটিউট অব পাবলিক হেলথ এবং চিলি সরকারের কিছু ওয়েবসাইট হ্যাক করেছে!
সূত্র জানিয়েছে, কিশোরটি DDOS অ্যাটাকের মাধ্যমে ওয়েবসাইটগুলোর সিকিউরিটি ভেঙে ফেলে এবং সার্ভার থেকে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়। মজার ব্যাপার হলো কিশোরটি এইসবই করেছে একটি ভিডিও গেইমের জন্য যেটা Anonymous গ্রুপ তাকে দিয়েছে!
আদালত বলেছে, কিশোরটির হ্যাকিংয়ের কারণে প্রায় ষাট হাজার ডলার সমপরিমাণের ক্ষতি সাধিত হয়েছে। আগামী মাসে তার বিচার হবে!
তথ্যসূত্রঃ TheTechJournal