The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

সবচেয়ে বর্ণিল ১০টি বৈশ্বিক উৎসব!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বিশ্বজুড়ে নানা ভাষাভাষীরা, নানা সংস্কৃতির অধিবাসীরা বিভিন্ন উৎসব পালন করে। এসব উৎসব কখনওবা নিজ জাতিস্বত্তার বাইরে ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। এমনই ১০টি উৎসবের খোঁজ নিয়ে এই প্রতিবেদন!


fastival

১) তুষার এবং বরফের উৎসবঃ চীন

enhanced-buzz-32024-1382987995-10
চীনের হার্বিনে তুষার এবং বরফ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় এই উৎসব পালিত হয়। বরফ দিয়ে নানা মূর্তি বানিয়ে চীনারা এই উৎসব পালন করে। চীনের পাশাপাশি এই উৎসব এখন আন্তর্জাতিক পর্যায়েও চলে গেছে। জানুয়ারীর পাঁচ তারিখ থেকে ফেব্রুয়ারীর পাঁচ তারিখ পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হয়।

২) লা টোমাটিনাঃ বুনোল, স্পেন

enhanced-buzz-12896-1383001797-1
পাগলাটে এই উৎসবের নাম হয়তো আগেই শুনে থাকবেন। ১৯৪৫ সালে স্পেনের বুনোল অঞ্চলের কিছু মানুষ এই উৎসব শুরু করলেও আজ পুরো বুনোলের অধিবাসী এই উৎসবে শামিল হয়। একে অপরকে টমেটো ছুঁড়ে মারা, টমেটোর রস বানিয়ে সেটা ছুঁড়ে মারা, পুরোই আজব এই উৎসব! আগস্টের শেষ বুধবার এই উৎসব পালিত হয়।

৩) মার্ডি গ্রাসঃ নিউ অরলিন্স

enhanced-buzz-12242-1382994989-2
এই উৎসবটিকে অনেকভাবেই ব্যাখ্যা করা যায় কিন্তু তার প্রয়োজন দেখছি না। আগামী ২০১৪ সালের মার্চ মাসের ৪ তারিখ অরলিন্সবাসী যখন এই উৎসবে মুখর হয়ে উঠবে আপনাকেও আমন্ত্রণ সেখানে!

৪) হোলি খেলাঃ সারাবিশ্বের হিন্দুদের প্রধান উৎসবঃ

enhanced-buzz-10809-1382993228-1
শীতের শেষ এবং বসন্তের শুরুর মাঝামাঝি সময়ে সারাবিশ্বের হিন্দুরা ঘটা করে এই উৎসব পালন করে। এটি খুবই মজার এবং নিরাপদ উৎসব। মূলত একে অপরের গায়ে রঙ ছুঁড়ে দেয়াটাই এই খেলা! ভারত, নেপাল, শ্রীলঙ্কায় এই উৎসব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। আগামী হোলি খেলা অনুষ্ঠিত হবে মার্চের ২৭ তারিখ। চাইলে আপনিও অংশ নিতে পারেন!

৫) কাদা উৎসবঃ দক্ষিণ কোরিয়া

enhanced-buzz-11746-1383068788-25
বিশ্বজুরে ব্যাপক পরিচিত এই উৎসব। একে অপরের গায়ে কাদা ছুঁড়ে মেরে, কাদায় মাখামাখি করে নির্মল আনন্দ পাওয়া! Daecheon সাগরের বিচের পাশে এই উৎসব পালিত হয় ফলে সবাই খুব সহজেই কাদায় মাখামাখি করতে পারে! আগামী কাদা উৎসবের তারিখ ঠিক হয়েছে ২০১৪ সালের জুলাই মাসের ১৮ থেকে ২৭ তারিখ।

৬) আগুন উৎসবঃ লারউইক, স্কটল্যাণ্ড

enhanced-buzz-3274-1382995317-24
ইউরোপের সবচেয়ে বড় আগুন উৎসব পালিত হয় স্কটল্যাণ্ডের এই শহরে। জানুয়ারীর শেষ মঙ্গলবারে শহরের মানুষ ভাইকিং সেজে রাস্তায় নেমে আগুন উৎসবে মেতে ওঠে!

৭) ক্যাসকামোরাসঃ স্পেন

enhanced-buzz-15308-1382993951-27
এটিও মূলত একটি রঙের উৎসব। স্পেনের বাজা এলাকার জাতিগোষ্ঠি সেপ্টেম্বরের ৬ তারিখ মিলিত হয়ে একে অপরের গায়ে বোতল বোতল রঙ ঢেলে দিয়ে উৎসব পালন করে। গত পাঁচশ বছর ধরেই নিয়মিত এই উৎসবটি পালিত হয়ে আসছে।

৮) অক্টোবারফেস্টঃ মিউনিখ, জার্মানী

enhanced-buzz-28371-1382995449-1
ছবি দেখে আতশবাজী পোড়ানোর উৎসব মনে হলেও আসলে এই উৎসবের মূল আকর্ষণ হলো অফুরন্ত বিয়ার পান! মাত্রই কিছুদিন আগে গত হয়ে যাওয়া ২০১৩ সালের এই উৎসবে ৯৬,১৭৮,৬৬৮ ডলার মূল্যের বিয়ার পান হয়েছে! সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই উৎসব পালিত হয়।

৯) কার্নেভালঃ ভেনিস, ইটালি

enhanced-buzz-14732-1382993622-26
২০১৪ সালে ফেব্রুয়ারীর ১৪ থেকে মার্চের ৪ তারিখ পর্যন্ত ইটালীর ভেনিস শহরে পালিত হবে এই উৎসব। সেই ১৩’শ শতাব্দী থেকেই পালিত হয়ে আসছে এটি। এদিন পুরো ভেনিসবাসী অনেকটা যেমন খুশী তেমন সাজো সেজে বাইরে বেরিয়ে আসে!

১০) টুমরোল্যাণ্ডঃ বুম, বেলজিয়াম

enhanced-buzz-464-1382994481-17
এটি বিশ্বের সবচেয়ে বড় ইলেক্ট্রনিক ড্যান্স মিউজিক ফেস্টিভাল! আগামী জানুয়ারী মাসের ২৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত বুম শহরের অধিবাসীরা এই নাচের তালে মেতে উঠবে!

সবচেয়ে বর্ণিল?

বলুন তো সবচেয়ে বর্ণিল উৎসব কোনটি? ঠিক ধরেছেন, বাঙালীর গর্ব আমাদের পহেলা বৈশাখ। সকল রঙের এত অসাধারণ মিলন পৃথিবীর আর কোনো উৎসব এ দেখা যাই না।
Colourful Celebration of Poyla Boishakh-Dhaka

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali