দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি যাই সার্চ করুন না কেনো গুগল সাথে সাথে হাজির করে দেবে। তবে এ কাজটি কোনো জাদুবলে যে হয় তা কিন্তু নয়! এরজন্যে রয়েছে গুগলের বিশাল ডাটা সেন্টার যেগুলো চব্বিশঘণ্টা চালু থেকে আপনাকে তথ্য সরবরাহ করে! আসুন দেখে আসি গুগলের ডাটা সেন্টারের কিছু ছবি ও ভিডিও।
ভাবছেন এখানে কোনো রঙয়ের খেলা হচ্ছে! আদতে তা নয়! বিভিন্ন ফাইবার অপটিক্যাল তার দিয়ে তৈরি এই ডাটা সেন্টারের স্পীড আপনার বাড়ির নেট স্পীদের চেয়ে ২০০, ০০০ গুণ বেশী! আর এ কারণেই যেকোনো ডাটা সার্চ দিলেই আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন!
১১৫, ০০০ স্কয়ার ফিট জুড়ে অবস্থিত এই ডাটা সেন্টার।
আপনি কি ভাবছেন এটা শুধুই জড়ানো প্যাচানো একটা বিল্ডিং! আসলে এটা গুগলের ডাটা সেন্টারের ভিত্তি।
ডাটা সেন্টারের ভেতরে আরও একটি ছবি। এটি ডাটা সেন্টারের ভেতরের পরিবেশ ঠাণ্ডা রাখতে সহায়তা করে।
এটা গুগল ডাটা সেন্টারের পানি সাপ্লাইয়ের স্থান। নীল পাইপ দিয়ে ঠান্ডা পানি যায় এবং লাল পাইপ দিয়ে গরম পানি যায়।
যখন সবগুলো নীল রঙয়ের LED লাইট জ্বলতে থাকে তখন সবই ঠিক আছে ধরা হয়। ব্যতিক্রম হলেই কিছু গণ্ডগোল হয়েছে মনে করা হয়, তখন চেক করে দেখা হয় কি হয়েছে।
এখানে গুগল তার ডাটাগুলোর ব্যাকাপ রেখে দেয়, এবং এখানে বিভিন্ন ডিস্ক লোড আনলোড করার জন্য গুগল তাঁর নিজস্ব রোবোট ব্যবহার করে।
এখানে প্রায় ৯০০, ০০০ লিটার পানির ব্যবস্থা রয়েছে। এটা গুগলের ডাটা সেন্টারকে ঠাণ্ডা রাখতে ব্যবহৃত হয়।
গুগলের একজন কর্মচারী মাইক বাহামাকে দেখা যাচ্ছে একটি মাদারবোর্ড ঠিক করতে। যদি এটা ঠিক করা সম্ভবপর না হয় তবে গুগল এটিকে রিসাইকেল সেন্টারে পাঠিয়ে দেবে।
গুগলের ডাটা সেন্টার নিয়ে নির্মিত নীচের ভিডিওটি দেখুন
http://www.youtube.com/watch?v=L-NJupECSJQ