The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

বজ্রপাত আর ঝড়ের দেবতা থরকে নিয়ে আসছে মুভি ‘থর – দ্য ডার্ক ওয়ার্ল্ড’ [ভিডিও]

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ Marvel Comics এর চরিত্র Thor নামক সুপার হিরো নিয়ে  মুভি ‘থর – দ্য ডার্ক ওয়ার্ল্ড’ যা ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘থর’ এর সিক্যুয়েল। নর্স মিথোলজির বজ্রপাত আর ঝড়ের দেবতা থরকে আগের মুভির মত এবারও পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে দেখা যাবে।

thor

থর মুভির কাহিনী একটি মহাবিশ্বকে ঘিরে। যেখানে নয়টি রাষ্ট্র আছে তার মধ্যে একটি আমাদের পৃথিবী। থর যে গ্রহে থাকে তার নাম এ্যাস-গার্ড (Asgard)| ‘দ্য ডার্ক ওয়ার্ল্ড’ মুভিতে থর পৃথিবীসহ বাকি নয়টি রাজ্য ছায়াময় এক ভিলেনের হাত থেকে বাঁচাতে যুদ্ধ করবেন। থর মহাবিশ্ব ঘিরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিজের জীবন বাজি রাখবেন। এসময় এক প্রাচীন জাতিকে নেতৃত্ব দানকারী একজন প্রতিহিংসাপরায়ন ভিলেনের আবির্ভাব হয় যার নাম মেলকিথ যা পুরো মহাবিশ্বকে অন্ধকারে নিমজ্জিত করে ফেলে। এই শত্রুর বিরুদ্ধে অ্যাসগার্ডের রাজা ওডিন এবং পুরো অ্যাসগার্ড প্রতিরোধ গড়ে তুলতে অক্ষম হয়। এই অবস্থায় পুরো মহাবিশ্বকে বাঁচাবে কিভাবে থর? মহাবিশ্ব বাঁচাতে সবকিছু উৎসর্গ কি করতে হবে থরকে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে দর্শকদের মুভিটি দেখতে হবে।

মুভি সম্পর্কে কিছু তথ্যঃ

 • এই মুভিতে আগের ‘থর’ মুভিতে অভিনয় করা  ক্রিস হেমসওয়র্থ অভিনয় করেছেন ‘থর’ এর ভূমিকায়, লোকির চরিত্রে অভিনয় করেছেন টম হিডলস্টন। থরের বান্ধবীর চরিত্রে আছেন জেন ফস্টারের চরিত্রে ‘নাটালি পোর্টম্যান
 • ম্যাড ম্যান, ডেড-উড এবং সম্প্রতি গেইমস অফ থ্রন্স সিরিজের অনেক গুলো পর্ব পরিচালনাকারী এল্যান টেইলর মুভিটি পরিচালনা করেছেন।
 • প্রথম মুভির প্রায় পুরো সময়  নিউ ম্যাক্সিকোর ছোট শহর এবং আসগার্ডের মধ্যে সীমাবদ্ধ ছিলো যা বলতে গেলে মুভিটির দূর্বলতা বলা যায়। তবে এই মুভির কাহিনী বেশি বিস্তৃত এবং অ্যাডভাঞ্চারাস।

এক নজরে ‘থর – দ্য ডার্ক ওয়ার্ল্ড’

 • নামঃ থর – দ্য ডার্ক ওয়ার্ল্ড’
 • পরিচালকঃ এল্যান টেইলর
 • কাহিনীচিত্রনাট্যঃ ডন পেইন, ক্রিস্টোফার ওস্ট ও অ্যাসলে মিলার
 • প্রযোজনাঃ ওয়াল্ট ডিজনি পিকচার্স
 • অভিনয়েঃ ক্রিস হেমসওয়র্থ, নাটালি পোর্টম্যান, টম হিডলস্ট। আরো আছেন অ্যান্থনি হপকিন্স, ক্রিস্টোফার এসিলস্টন প্রমুখ।
 • জেনারঃ সুপারহিরো, সায়েন্স ফিকশন
 • ভাষাঃ ইংরেজি
 • মুক্তির তারিখঃ ৪ নভেম্বর,২০১৩
 • ফরম্যাটঃ থ্রিডি
 • IMDB লিংক

মুভির ট্রেলার ভিডিওঃ

http://www.youtube.com/watch?v=UGWhXL-ADGY

Loading...
sex không che
mms desi
wwwxxx