দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। এরপর সর্বদলীয় সরকার গঠনের জন্য সংক্ষিপ্ত মন্ত্রী পরিষদ গঠন করবেন প্রধানমন্ত্রী।
আজ সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে উপস্থিত হয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বৈঠক শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী যতক্ষণ না পদত্যাগপত্র গ্রহণ করবেন, ততক্ষণ পর্যন্ত মন্ত্রীরা দাপ্তরিক ও নির্বাহী দায়িত্ব পালন করতে পারবেন।’
সংবাদ মাধ্যম জানিয়েছে, বর্তমান মন্ত্রীদের মধ্যে যাঁরা নির্বাচনকালীন সরকারে থাকবেন, তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করা হবে না। অন্যদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে। এর পর মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।
উল্লেখ্য, গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় সরকার গঠনের লক্ষ্যে মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেওয়ার অনুরোধ করেন। এরপর থেকে পদত্যাগপত্র জমা পড়তে শুরু হয়েছে। প্রথমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম পদত্যাগপত্র জমা দেন। এরপর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পদত্যাগপত্র জমা দেন।
মন্ত্রীসভা ভেঙ্গে দেওয়া হয়নি, পূর্নগঠিত হচ্ছে
মন্ত্রিসভা ভেঙ্গে দেয়া হচ্ছে না, শুধুমাত্র পুনঃগঠন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা। সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, পুনঃগঠিত মন্ত্রিসভার আকার বর্তমান মন্ত্রিসভার চেয়ে ছোট হবে। তবে কতজন সদস্য এ মন্ত্রিসভায় থাকবেন তা এখনো বলা যাচ্ছেনা। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রীরা পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলেও তিনি জানান।