দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বার্সেলোনা ও ব্রাজিলের স্ট্রাইকার নেইমার উভয় সূত্র নিশ্চিত করেছে নেইমার আগামী সোমবার কাগজে কলমে বার্সেলোনার নু-ক্যাম্পে যোগ দিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে সোমবারই হতে যাচ্ছে নেইমারের জন্য শেষ দিন তার বাল্য কালের ক্লাব সান্তসে।
বার্সেলোনা আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে তারা নেইমারের বর্তমান ক্লাব সান্তোসের সাথে সোমবার চুক্তিতে যাচ্ছেন। চুক্তি অনুযায়ী আগামী ৫ বছরের জন্য নেইমার বার্সার হয়ে মাঠ কাঁপাবে।
বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, “এফসি বার্সেলোনা ও সান্তোস, নেইমারের বিষয়ে চুক্তিতে একমত হয়ছে, আগামী পাঁচ বছর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার বার্সেলোনার হয়ে খেলবে।“
নেইমার এই বিষয়টি নিজে তার Instagram ও ফেসবুক একাউন্টের মাধ্যমে সমর্থকদের জানিয়েছেন। নেইমার তার Instagram এ লিখেন, “আমি সোমবার বার্সেলোনার সাথে একটি চুক্তি সই করতে যাচ্ছি, আমার বন্ধু ও পরিবার আগেই আমার এই সিদ্ধান্তের বিষয়ে জানতেন।“
“আমি বিগত ৯ বছরে সান্তোস এফসি তে কাটানো আমার অনুভূতি সমূহ ভুলতে পারবোনা, সান্তোস ও এখানকার সমর্থকরা আমাকে সবকিছু দিয়েছে। আমার কঠিন সময়েও তাঁরা আমাকে সমর্থন দিয়ে গেছেন। আমি আগামীকাল আমার ক্লাবের হয়ে শেষ ম্যাচ খলতে নামবো, সেখানে আমি শেষ বারের মত সান্তোসের জার্সি গায়ে খেলতে নামবো এবং সমর্থকদের চিৎকার, গান ও গোল উৎসব দেখবো এটা আমার জন্য একটা অন্যরকম মুহূর্ত হতে যাচ্ছে, আমি দুঃখিত কারন এটা আমার বিদায় ম্যাচ সাথে সাথে আনন্দিতও কারন সামনে আমার নতুন পরীক্ষা“
২১ বছরের ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমার জুনে অনুষ্ঠিত হতে যাওয়া কনফেডারেশন কাপ এর জন্য ব্রাজিল দলে আছেন, এর পরেই নেইমারকে বার্সেলোনার জার্সি গায়ে খেলতে দেখা যাবে।
বার্সেলোনা নেইমারকে ২৮ বিলিয়ন ইউরো ট্র্যান্সফার ফি’তে নু ক্যাম্প এ অন্তর্ভুক্ত করলো। এ চুক্তি ২০১৮ সাল পর্যন্ত বলবত থাকবে। এ চুক্তির ফলে ব্রাজিল সরকারকে প্রতিবছর ৭ মিলিয়ন ইউরো দিবে বার্সেলোনা। বার্সেলোনা সান্তসের সাথে দুটো হোম-এওয়ে ম্যাচ ও খেলবে।
সূত্রঃ গোল