দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি যদি বাংলাদেশের একজন অধিবাসী হয়ে কক্সবাজার ভ্রমণ না করেন তাহলে আপনার জীবন অপূর্ণ থেকে যাবে। দেশের মধ্যেই স্বল্প খরচে অসামান্য সুন্দর স্থানটি দেখা থেকে আপনি কেনো বঞ্চিত হবেন?
কক্সবাজারের সৌন্দর্যের কথা নতুন করে বলার কিছু নেই। শুধু দেশের মানুষ নয় প্রতি বছর বিদেশ থেকেও বহু সংখ্যক পর্যটক ভ্রমণ করতে আসে কক্সবাজারে। সমুদ্রের বিশাল ঢেউ, সমুদ্রে চলা নৌকা, ঝাউবন আর পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। তাছাড়া স্মরণে রাখা প্রয়োজন যে, কক্সবাজারের সমুদ্র সৈকতই বিশ্বের দীর্ঘতম সৈকত। এই সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১২০ কি.মি.।
কক্সবাজারের প্রায় প্রতিটি স্থানই দর্শনীয়। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে এর সৌন্দর্য আপনাকে প্রতি পদে পদে মুগ্ধ করবে। আপনি যদি হাতে বেশ কিছু দিন সময় নিয়ে যান তাহলে হিমছড়ি, লাবনী পয়েন্ট, সেন্ট মার্টিন ও মহেশখালী ঘুরে আসতে ভুলবেন না। এসব স্থানের প্রত্যেকটির আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে।
যেভাবে যাবেন
ঢাকা থেকে বিমান ও বাসে সরাসরি কক্সবাজার যাওয়া যায়। এছাড়া আপনি ট্রেনে চট্টগ্রাম গিয়ে সেখান থেকে বাসে করেও কক্সবাজারে পৌঁছাতে পারেন। ভাড়া সার্ভিস ভেদে ৮০০-২৫০০ টাকা হতে পারে।
থাকার জায়গা
কক্সবাজারের প্রায় প্রতিটি স্পটের কাছেই হোটেল রয়েছে। স্বল্প খরচে থাকতে হলে আপনাকে বিভিন্ন হোটেলের ভাড়া জেনে নিতে হবে। স্বল্প খরচে থাকার জন্য হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল বেছে নিতে পারেন। এখানে সর্বনিম্ন ১০০০ টাকার কাছাকাছি দামে রুম ভাড়া পাওয়া যাবে। এই হোটেলটিসহ বেশ কিছু হোটেলের যোগাযোগের নম্বর দেওয়া হল:
- মিডিয়া ইন্টারন্যাশনাল – ০১৮১৯৫১৯৭১৯ ও ০১৭১১৩৪১১৬৪
- হোটেল কল্লোল (০৩৪১-৬৪৭৪৮),
- হোটেল মিশুক (টেলিফোন ০৩৪১-৬৪৩২০, ০৩৪১-৬২৮০৮),
- হোটেল অভিসার (০৩৪১-৬৩০৬১),
- হোটেল প্রাসাদ প্যারাডাইজ (০১৭ ১১ ১৯৩১৯৬),
- সুগন্ধা গেস্ট হাউস, ডায়মন্ড গেস্ট হাউস (০৩৪১-৬৩৬৪২),
- সি-পার্ক গেস্ট হাউস (০৩৪১-৫১০৭৮), ০৩৪১-৫১০৪৫),
- ইউনি রিসোর্ট (০৩৪১-৬৩১৮১, ০৩৪১-৬৩১৯১),
- উর্মি গেস্ট হাউস, নিলয় বে রিসোর্ট (০৩৪১-৬৩৬৭৭, ০৩৪১-৬৪২৭৮),
- সি-হ্যাভেন গেস্ট হাউস (০৩৪১-৬৩৭৮৭),