The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

যে কারণে মানুষের ‘বন্ধু’ হয়ে ওঠে কুকুর

সম্প্রতি এ বিষয়ে একটি গবেষণা করা হয়েছে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ যে কোনো প্রাণীর তুলনায় কুকুর সহজে পোষ মানে, এবং মানুষের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলে। এই বিষয়টি সবার জানা। সম্প্রতি একটি গবেষণায় এর মূল কারণ উৎঘাটনের চেষ্টা করেছেন কয়েকজন গবেষক।

সায়েন্স অ্যাডভান্সেস নামক পত্রিকায় প্রকাশিত এই গবেষণাপত্রে বলা হয়েছে, যেসব কুকুর মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে সক্ষম সেগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ মানুষের জিনগত মিল রয়েছে।

দুটি জিনে পরিবর্তনের জন্য কিছু কিছু ব্যক্তির উইলিয়ামস-বেউরেন সিনড্রম থাকে। মূলত এর জন্যই তারা অন্যান্য মানুষের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে। কিছু কিছু কুকুর ঠিক একই কারণে মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরিতে সক্ষম।

কিভাবে কুকুরকে গৃহপালিত পশুতে পরিণত করা হল এবং কিভাবে কুকুর হাজার হাজার বছর পূর্ব নেকড়ের গোত্র থেকে পৃথক হয়ে গেল সে বিষয়ে নতুন ধারণা দিয়েছে এই গবেষণা।

পূর্বে ধারণ করা হতো যে, গৃহপালিত প্রাণী হিসেবে পোষার কারণে কুকুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে সক্ষম। কিন্তু এই গবেষণায় উঠে এসেছে জিনগত কারণেই কুকুর এমন আচরণ করে থাকে।

তথ্যসূত্র: www.ndtv.com

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...