দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুর্বৃত্তদের হাত থেকে কোথাও বুঝি রেহাই নেই – সেটা নির্জন রাস্তা হোক কিংবা এটিএম বুথ। গত মঙ্গলবার ভারতের বেঙ্গালুর শহরের একটি এটিএম বুথে ৪৪ বছর বয়সী এক নারীকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছে এক দুর্বৃত্ত। এটিএম বুথের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরায় এই হামলার ঘটনাটি ধরা পড়েছে।
পুলিশের ভাষ্যমতে, কর্পোরেশন ব্যাংকের ম্যানেজার ঐ বয়স্ক মহিলাটি সকাল সাড়ে সাতটার দিকে একটি এটিএম বুথে যান অর্থ তোলার জন্য, ঐসময়েই দুর্বৃত্তটি তাকে অনুসরণ করে এটিএম বুথে ঢুকে পড়েন। তাকে হুমকি এবং আঘাত করার পূর্বে এটিএম বুথের শাটার নামিয়ে দেন অনুসরণকারী লোকটি। কাধে থাকা ব্যাগ হতে প্রথমে পিস্তলের মত কিছু একটা দিয়ে হুমকি প্রদান করেন লোকটি, পরবর্তীতে মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেন এবং চাপাতি বের করে তাকে আঘাত করেন।
বয়স্ক মহিলা দুইবার সাহায্যের জন্য চিৎকার করলেও সেখানে সিকিউরিটি গার্ড অনুপস্থিত থাকায় কোন সাহায্য পাননি এবং আঘাতের তীব্রতায় জ্ঞান হারান তিনি।
আঘাতকারী লোকটি মহিলার ব্যাগ এবং মোবাইল নিয়ে বুথের শাটার বন্ধ করে চলে যান, সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হচ্ছে লোকটি তার চাপাতি মহিলার ন্যাপকিন দিয়ে পরিষ্কার করেন এবং মহিলাটি অজ্ঞান অবস্থায় সেখানে কয়েক ঘন্টা পড়ে থাকেন। দুইজন স্কুলপড়ুয়া বালক শাটারের নিচ দিয়ে চুইয়ে আসা রক্ত দেখার পর মহিলাকে সেখানে আবিষ্কার করা হয় এবং নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।
বেঙ্গালুর হাসপাতালের ডাক্তার জানিয়েছেন, আঘাতের ফলে ভিক্টিমের মাথায় চিড় ধরেছে, শরীরের ডান অংশ আংশিক প্যারালাইজড এবং ব্রেইনে ইঞ্জুরি আক্রান্ত হয়েছেন। তবে, বিপদ থেকে আশংকামুক্ত তিনি – কয়েক মাসের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন তিনি – জানিয়েছেন কর্তব্যরত ডাক্তার।
বেঙ্গালুরুর পুলিশের বরাতে জানা গেছে, হামলাকারী টাকা – পয়সা, মোবাইল ফোন, ও ক্রেডিট কার্ডসহ ব্যাগ নিয়ে গেলেও মহিলার গলায় থাকা চেইন, হাতের চুড়ি সহ অন্যান্য পরিধেয় গয়নাগুলো নেয়নি দুর্বৃত্তটি।
এটিএম বুথের সিসিটিভি ক্যামেরায় হামলাকারীর চেহারা স্পষ্টভাবে বোঝা গেলেও এখন পর্যন্ত শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি তাকে – তবে পুলিশ জানিয়েছেন দুর্বৃত্তকে ধরতে সর্বত্র চেষ্টা চালানো হচ্ছে।
ভিডিওঃ
http://www.youtube.com/watch?v=XMVehLtScgQ
তথ্যসূত্রঃ এনডিটিভি & হিন্দুস্তানটাইমস