দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণার পর ২৬ ডিসেম্বর থেকে মূলত অবরুদ্ধ হয়েছিলেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। ১২ দিন পর পুলিশের ব্যারিকেডমুক্ত হয়েছেন তিনি।
জানা গেছে, গতকাল বুধবার তার গুলশানের বাসভবনের সামনে থেকে সব ধরনের ব্যারিকেড তুলে নেওয়া হয়। যদিও কয়েকদিন আগেই বালুর ট্রাক সরিয়ে নেওয়া হয়। তবে পুলিশ ব্যারিকেড বহাল ছিল। গতকাল সকাল ৭টায় প্রত্যাহার করা হয় অতিরিক্ত পুলিশ ও ব্যারিকেড। অপরদিকে সন্ধ্যা পৌনে ৭টায় বিরোধীদলীয় নেতার পুলিশ প্রটোকলের গাড়িটি ফিরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে ব্যারিকেডমুক্ত হলেও বাসভবন থেকে গতকাল বের হননি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। সাক্ষাৎকালে তাঁরা বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ২৯ ডিসেম্বরের পর এটি তার দ্বিতীয় সাক্ষাৎ।
সংবাদ মাধ্যম জানিয়েছে, খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে সকাল ৭টায় অতিরিক্ত পুলিশ ও সামনের সড়কে থাকা ব্যারিকেড তুলে নেয়া হয়। তবে বিকাল পর্যন্ত বিএনপি বা ১৮-দলীয় জোটের কোনও নেতাকর্মীকে তার বাসভবনে প্রবেশ বা বাড়ির আশপাশের এলাকায় দেখা যায়নি।
উল্লেখ্য, নিরাপত্তা জোরদারের কারণ দেখিয়ে ২৬ ডিসেম্বর বিরোধীদলীয় নেতার গুলশানের বাড়ির সামনে পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়। পরে এক পর্যায়ে ৫টি বালির ট্রাক দিয়ে ব্যরিকেড দেওয়া হয়। এরপর ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যোগ দিতে চাইলে তাকে বের হতে দেওয়া হয়নি।