দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ সারাদেশে অষ্টম শ্রেণীর সমাপনী পরক্ষী জেএসসি’র ফল প্রকাশিত হয়েছে। পাশের হার শতকরা ৮৯ দশমিক ৯৪ শতাংশ।
অবরোধের কারণে পরীক্ষার সময় সূচি বার বার পরিবর্তন হলেও নির্ধারিত সময়েই প্রকাশ করা হলো জেএসসি পরীক্ষার ফল। এবার ১৯ লাখ ২ হাজার ৭৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭৫ হাজার ১০৯ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭২ হাজার ২০৮ জন শিক্ষার্থী।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আজ রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই ফলাফলের অনুলিপি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। এরপর বেলা ২টা থেকে নিজ নিজ প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd/lite/index.php) জেএসসি ও জেডিসির ফল পাওয়া যাবে।
এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে জেএসসির ফল জানতে পারবেন নিম্নো পদ্ধতি অনুসরণ করে।
এস.এম.এস ফরমেট: JSC<Space>বোর্ডের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পরীক্ষার সাল এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে যে কোনো মোবাইল থাকে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
উদাহরণ: JSC DHA 271464 2013