দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টসে জিতে আইসিসি বিশ্ব টি২০ তে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ব্যাটিং এর আমন্ত্রণ জানালে শত রানের আগেই গুটিয়ে গেলো আফগানরা।
আজ রোববার বিকেল সাড়ে তিনটায় টি২০ বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে এশিয়ার দু’দল বাংলাদেশ এবং আফগানিস্তান।
এদিকে বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব, তামিম, মাসরাফিদের তিন জনেই দলে ফিরছেন ফলে বিশ্বকাপে বাংলাদেশ এশিয়া কাপ থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে। বাংলাদেশের অধিনয়ক মুসফিকুর রহিম আজকের ম্যাচ নিয়ে বলেন, “আমরা জানি আজকে আমাদের জয় ছাড়া বিকল্প নেই, জয় নিয়েই আমরা ভাবছি।’
এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ৪ টি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সব ক’টিতে খেলেছে বাংলাদেশ। তবে আফগানিস্তান ৩টিতে অংশ নিয়েছে। আর খেলার মাঠে অবশ্যই বাংলাদেশ আফগানিস্তান থেকে অভিজ্ঞতার বিচারে অনেক এগিয়ে থাকবে। তবে বাংলাদেশ কিংবা আফগানিস্তান দুই দলের জন্যই বিশ্বকাপের দ্বিতীয় পর্বে অর্থাৎ মূল পর্বে যেতে আজকের ম্যাচ খুব বেশি গুরুত্ব পূর্ণ।
আপডেটঃ
আফগানিস্তান প্রথম ওভারেই সেহেজাদের উইকেট হারিয়েছে বোলিং এ ছিলেন মাশরাফি। প্রথমার্ধে আফগানিস্তান নিজেদের সব উইকেট হারিয়ে মাত্র ৭২ রান করতে সক্ষম হয়। আফগানিস্তানের পক্ষে ২৫ বলে সর্বোচ্চ ২১ রান করেছেন গুলবাদিন নবী। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩টি, আব্দুর রাজ্জাক ২টি এবং মাশরাফি, মাহমুদুল্লাহ, ফরহাদ রেজা ১টি করে উইকেট পেয়েছেন।
এদিকে এটি আফগানিস্তানের জন্য বিশ্ব আসরে সর্বনিম্ন রানে সব উইকেট হারানোর লজ্জা। মাত্র ৭২ রানে গুটিয়ে গেছে তারা। এর আগে গত দুটি আসরে ৮০ রানের সর্বনিম্ন গুটিয়ে যাওয়ার রেকর্ডও ছিল আফগানদের।
বাংলাদেশের ব্যাটিং ইনিংস শুরু হলে, মাঠে নেমেই তামিম ইকবাল এবং এনামুল হক বিজয় দারুণ জবাব দিয়েছে। তামিম ভালো খেলে আউট হলে সাকিব এবং বিজয় মিলেই খেলা শেষ করেন। অবশেষে বাংলাদেশের কাছে আফগানিস্থানের শোচনীয় পরাজয়ের সাধ গ্রহন করতে হল। ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান ৭২/১০
ওভার ৯
সাদিক-১০
সফিকুল্লাহ-৫
বাংলাদেশ ৭৮/১
তামিম ২১ (আউট)
এনামুল* ৪৪
সাকিব ১০
ফলাফলঃ বাংলাদেশ ৯ উইকেটে ৪৫ বল বাকি থাকতেই বিজয়ী।