দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ রবিবার, ২০ এপ্রিল ২০১৪ খৃস্টাব্দ, ৭ বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ, ১৯ জমা: সানি ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
পেখম তোলা ময়ূর- বড়ই সুন্দর একটি দৃশ্য। যে কেও এমন দৃশ্য দেখে মুগ্ধ না হয় পারবেন না। আমাদের দেশে একমাত্র চিড়িয়াখানায় গেলে দেখা যায় ময়ূর। তবে ময়ূর কিন্তু সব সময় পেখম তোলে না। আর এই পেখম তোলার দৃশ্য সবার ভাগ্যে জোটে না।
ঢাকা চিড়িয়াখানাতে রয়েছে ময়ূর। আপনি ইচ্ছে করলে সেখানে গিয়ে চেষ্টা করে দেখতে পারেন এমন পেখম তোলা অবস্থায়। যদি আপনার কপালে থাকে তাহলে মিলতেও পারে।
ময়ূর বনে-জঙ্গলে বাস করে তবে এরা মাটিতে থাকতে পছন্দ করে। তাই মাটিতেই এরা বাসা বাঁধে। এই ময়ূরটি ছাড়াও ময়ূরের দুটি জাত রয়েছে। রঙ্গীন ও আরেকটি ময়ূর রয়েছে সাদা ময়ূর। অবশ্য সাদা ময়ূরগুলোও দেখতে বেশ লাগে। তবে ওগুলো সহজে চোখে পড়ে না। আফ্রিকাসহ বিশ্বের অন্যান্য দেশে সাদা ময়ূর দেখতে পাওয়া যায়।