দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে চলমান লোকসভা নির্বাচনে বিজেপি যদি জয়যুক্ত হয় তবে ভারতে থাকা বাংলাদেশের সকল অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন নরেন্দ্র মোদী।
রোববার রাতে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে আয়োজিত এক নির্বাচনী সভায় ভাষণ দানকালে মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন যদি আমি ভারতের প্রধানমন্ত্রী হতে পারি তবে ১৬ মে’র পর থেকে ভারতে অনুপ্রবেশকারী সকল বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে।
মোদী ভাষণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি অভিযোগ করে বলেন, “তিনি বাংলাদেশিদের ভোট ব্যঙ্ক হিসেবে ব্যবহার করছেন। বাংলাদেশ থেকে হাজার হাজার অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করছে আর মমতা তাদের স্বাগত জানাচ্ছে।”
মমতা ভোটের রাজনীতির নোংরা খেলায় মত্ত এবং ভোট-ব্যাংক রাজনীতি’র চর্চা করেন অভিযোগ তুলে মোদি বলেন, তিনি বিহার ও উড়িষ্যা থেকে আগতদের ‘বহিরাগত’ আখ্যা দেন, অথচ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বাগত জানান। উড়িষ্যা ও বিহার থেকে আগতরা মমতার কাছে ‘বহিরাগত’ আর বাংলাদেশিদের আগমণে মমতা সন্তুষ্ট হন। এটা ঘৃণ্য রাজনীতি।”
মোদী বলেন, আমি নির্বাচিত হলে বিজেপি পশ্চিম বঙ্গে ভোট-ব্যাংক রাজনীতির পথ রুদ্ধ করে দেবে। এখানে বাংলাদেশীদের অনুপ্রবেশ বন্ধ করা হবে। আর যে সকল বাংলাদেশি অভিবাসী ভারতে রয়েছে সকলকে ১৬ মে’র পর বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
সুত্রঃ BanglaNews24