দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের খেলোয়াড়দের অশোভন আচরণের মাত্রা ক্রমেই বাড়ছে। দ্বিতীয়বারের মতো আবারও মাহমুদুল্লাহ অশোভন আচরণের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।
বিশ্বের সব দেশেই এমন ঘটনা ঘটে থাকে। ম্যারাডোনার মতো খ্যাতিসম্পন্ন খেলোয়াড়ও অশোভন আচরণের জন্য বিতর্কিত হয়েছেন। তবে বাংলাদেশের টাইগারদের কাছে এদেশের মানুষ এমনটি কখনও আশা করেননি। আর তাই খেলোয়াড়দের এমন আচরণে ব্যথিত হন ক্রীড়াপ্রেমী প্রতিটি মানুষ।
গতকাল সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে শত রান করার পর এমন এক অশোভন আচরণ করেন জাতীয় দলের সাবেক এই সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ। এমন এক অশোভন আচরণের কারণে তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছেন ম্যাচ রেফারি শওকাতুর রহমান। একই সঙ্গে ওয়ালটন মধ্যাঞ্চলের এই অধিনায়ককে ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। দিনের খেলা শেষে তাকে শুনানিতে ডাকা হলে, সেখানে সে নিজের দোষ স্বীকার না করায় তাকে এই শাস্তি দেওয়া হয়।
উল্লেখ্য, গত মাসেও জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডে আচরণ বিধি ভঙ্গ করায় এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিলেন মাহমুদুল্লাহকে।