দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের নির্বাচনের পর নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেরিত প্রতিনিধি হিসেবে মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
জানা যায়, সম্প্রতি হয়ে যাওয়া ভারতের নির্বাচনের পর ২৬ মে ভারতের রাষ্ট্রপতি ভবনে নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হবে। সার্কভুক্ত রাষ্ট্রপ্রধানদের ভারত ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে যোগ দিতে যাচ্ছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে। সেই সুবাদে বিজেপি নেতা নরেন্দ্র মোদি আগামী ২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। এর আগে কংগ্রেস সমর্থিত প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং পদত্যাগ করেন।