The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

সাশ্রয়ী স্মার্টফোন মি-এফএক্স১ নিয়ে এলো মজিলা

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ভারতীয় রুপিতে ২,২৯৯ রুপি বা বাংলাদেশের টাকায় ৩৯০০ টাকার স্মার্টফোন নিয়ে আসছে মোজিলা ফায়ারফক্স। আগামী ২৯ আগস্ট থেকেই ভারতের বাজারে মিলবে সে দেশের প্রথম সস্তার এই স্মার্টফোন। তবে খুব জলদি এটি বাংলাদেশেও পাওয়া যাবে বলে জানা গেছে।


Screenshot_5_result

এই কম দামী স্মার্টফোনটির নাম স্পাইস ফায়ার ওয়ান মি-এফএক্স১। এটি উপমহাদেশের নিন্মবিত্ত গ্রাহকদের কথা মাথায় রেখেই মজিলা তৈরি করেছে। মজিলা জানিয়েছে ভারতের মত অন-উন্নত দেশ এবং এশিয়ার অন্যান্য উন্নয়নশীল দেশ সমূহের জনগণের কথা মাথায় রেখেই তাঁরা এই ফোন বাজারে এনেছে। এতে স্মার্টফোনের সকল সুবিধা থাকবে। এতে ভিডিও কল সুবিধা সহ নেট ব্রাউজিং এর জন্য থ্রি জি এনাবেল সিম সল্ট দেয়া হয়েছে। ডিভাইসটিতে দুটি সিম ব্যবহার করা যাবে। মোট কথা দক্ষিণ এশিয়ার বাজার ধরতেই মজিলার এই উদ্যোগ এটা নিশ্চিত করে বলা যায়।

চলুন জেনে নি কি কি সুবিধা থাকছে এই ফোনে-

প্রসেসর- ১ গিগাহার্জ ,
ডিসপ্লে- ৩.৫ ইঞ্চি স্ক্রিন, ৪৮০*৩২০ পিক্সেল রিজোলিউসন,
ক্যামেরা- ২ মেগা পিক্সেল প্রাইমারি
ফ্রন্ট ক্যামেরা- ১.৩ মেগা পিক্সেল
সিম- ডুয়েল
ওয়াই-ফাই- এনাবেল
ব্রাউজার- অল ইন ওয়ান
ভাষা- এই ফোনে হিন্দি, তামিল ও বাংলা
অপারেটিং সিস্টেম- Firefox OS

ফায়ার ফক্সের সূত্রে জানা গেছে এই মোবাইল এক সাথে পাওয়া যাবে ইউরোপ, লাটিন আমেরিকা ও এশিয়ার প্রায় ১৭টি দেশে।

সূত্র- টেলিকম

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali