দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ রবিবার, ২ মার্চ ২০১৪ খৃস্টাব্দ, ১৮ ফাল্গুন ১৪২০ বঙ্গাব্দ।
আজকের দিনটি সকলের জন্য শুভ হোক। আজকে যাদের জন্মদিন তাদের সকলকে জন্মদিনের শুভেচ্ছা। আজকের দিনটি সকলের জন্য মঙ্গলময় বার্তা বয়ে আনুক এ কামনা করছি-দি ঢাকা টাইমস্।
আত্মপ্রত্যয়ী নারী বেতাগীর ইসমত আরা হাসির সাফল্য গাথা একটি ছবি
উপকূলীয় জেলা বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের পাল কেওড়াবুনিয়া গ্রামের দিনমজুর আকবর হোসেনের স্ত্রী ইসমত আরা হাসি। দিনমজুর স্বামীর ঘরে দুই মেয়ে আর বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি নিয়ে অভাব-অনটনে দিন চলত হাসির। এ অবস্থা থেকে উত্তরণের জন্য হাসি ৭ হাজার টাকা ঋণ নিয়ে গড়ে তোলেন মুরগির ফার্ম ও সবজি বাগন। এসবের আয় দিয়ে একদিকে যেমন পরিবারে এনেছেন সচ্ছলতা, অন্যদিকে নিজেকেও প্রতিষ্ঠিত করেছেন সমাজের সম্মানিত স্থানে।
কৃতজ্ঞতাজ্ঞাপন: SESU.AlokitoBangladesh