The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

প্রজাপতিকে ধরার জন্য পেঙ্গুইনের দৌড় ঝাঁপ! [ভিডিও]

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ছোট্ট একটা প্রজাপতিকে ধরার জন্য আরেক ছোট্ট পেঙ্গুইন পাখির দৌড় ঝাঁপের দারুণ একটি আদরনীয় ভিডিও দেখুন। আকর্ষণীয় এই ভিডিওটি ছাড়া হয়েছে ইউটিউবে।


penguine

পেঙ্গুইন খুব জোরে দৌড়াতে পারে না বলেই সবাই জানে। কিন্তু এই ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রজাপতিকে ধরার জন্য পেঙ্গুইন পাখিটি সেই যে দৌড় শুরু করেছিলো আর থামছেই না! দৌড়ানোর শক্তি দেখে মনে হচ্ছে ভুল করেই সে পেঙ্গুইন হিসেবে জন্ম নিয়েছে। হয়তো সে চিতা বাঘের মতো দ্রুত গতির অন্য কোনো প্রাণীও হতে পারতো। যদিও শেষ পর্যন্ত পেঙ্গুইনটি প্রজাপতিকে ধরতে পারেনি, কিন্তু তাঁর চেষ্টার কোনো কমতি ছিলো না, ছিলো না কোন একটানা দৌড় ঝাঁপে কোন ক্লান্তি!

নীচে ভিডিওটি দেখুন

তথ্যসূত্রঃ Jezebel

Loading...