দেশের মাটিতে নিউজিল্যাণ্ডের বিপক্ষে হোম সিরিজের সময়কালেই সাকিব আল হাসান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। ফলে সিরিজটিই মাটি হয়ে যায় তাঁর, তবে সাকিবকে ছাড়াই নিউজিল্যাণ্ড ৩-০ তে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশের কাছে। ভক্তদের জন্য খুশির খবর সাকিব এখন জ্বর কাটিয়ে উঠেছেন।
আগামী টি২০ বিশ্বকাপের আগে নিজেকে ঝালাই করতে চট্টগ্রামে সিজেকেএসসি টি২০ ক্রিকেট টূর্ণামেন্টে অংশ নিতে গতকাল সন্ধ্যা ছয়টায় ঢাকা ছেড়েছেন সাকিব। এফএমসি শিপইয়ার্ডের হয়ে পাইরেটস অব চিটাগাংয়ের বিপক্ষে ম্যাচ খেলবেন সাকিব। প্রথম ম্যাচ শেষে পরের ম্যাচটি ৩০শে নভেম্বর হওয়ায় মাঝের একদিনের জন্য আবারও ঢাকা আসবেন সাকিব।
এ বছর আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট সূচী না থাকায় এর মাঝে ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে ফিট রাখতে চান সাকিব, আনতে চান খেলায় পূর্ণ ছন্দ। মূলত বিশ্বকাপকে সামনে রেখেই এই প্রস্তুতি বলে জানিয়েছেন সাকিব।
সাকিব বলেন, “ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শরীর অনেক দূর্বল থাকায় ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে বেশ কিছুদিন। মিস করেছি নিউজিল্যাণ্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি২০ ম্যাচগুলো। এই মুহুর্তে শরীর ভালো বোধ করায় মাঠে ফেরার অপেক্ষাটা আর দীর্ঘায়িত করতে চাইনি। চট্টগ্রাম টূর্ণামেন্টের সবগুলো ম্যাচ খেলে আশা করি পূর্ণ ছন্দ ফিরে পাবো।”