দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যপ্তি এখন অনেক বেশি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের নানান গুরুত্ব পূর্ণ আলাপ হয় যা কেউ অযাচিত ভাবে জানার চেষ্টা করতে পারে! বিশেষ করে আপনার অনুপস্থিতিতে আপনার স্মার্টফোন যদি কেউ হাতে পেয়ে যায়, তাহলে তো কথায় নেই, PeeperPeeper নামের নতুন ফ্রি এন্ড্রয়েড অ্যাপ দিয়ে আপনি জানতে পারবেন কে বা করা আপনার স্মার্টফোন থেকে আপনার বিভিন্ন অ্যাপসে প্রবেশের চেষ্টা করছে এবং ঐ ব্যক্তির ছবিও দেখতে পারবেন!
সম্প্রতি গুগল প্লে তে নতুন এই অ্যাপটি পাওয়া যাচ্ছে যার নাম PeeperPeeper, এটি সাধারণ কোন অ্যাপ নয়, এই অ্যাপ দিয়ে আপনি চ্যাট কিংবা সামাজিক যোগাযোগের কোন কাজও করতে পারবেন না কিন্তু এর মাধ্যমে আপনি যা করতে পারবেন তা হচ্ছে আপনার বিভিন্ন সামাজিক যোগাযোগের একাউন্ট সমূহ মনিটর করা!
হ্যাঁ Facebook, WhatsApp, LINE অথবা WeChat নামের বিভিন্ন সাইটে যদি আপনার আইডি থাকে এবং ঐ সব আইডি PeeperPeeper অ্যাপ দিয়ে মনিটর করা আপনার জন্য অনেক সহজ হবে। কেবল আপনি PeeperPeeper এ আপনার আইডি দিয়ে লগ ইন করে রাখুন এবং PeeperPeeper এর হোম স্স্ক্রীনে আপনার লগ ইন করা সোশ্যাল নেটওয়ার্ক আইডি সমূহ এর এ রেফারেন্সে একটি করে শটকাট আইকন যোগ হবে, সাধারণ ভাবে দেখে মনে হবে এসব কোন কাজ করছেনা, কিন্তু PeeperPeeper এর প্রধান কাজ হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার আইডি সমূহ তে কি কেউ প্রবেশ করার চেষ্টা করলেও তাদের পরিচয় কি! এসব আপনাকে জানিয়ে দেয়া।
ধরুন কেও PeeperPeeper শটকাটে থাকা সোশ্যাল মিডিয়া সমূহে আপনার আইডিতে প্রবেশ করল তবে PeeperPeeper এ ঐ আইডি লগ ইন করা থাকলে সাথে সাথে এটি আপনাকে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিবে আপনার আইডিতে কেউ প্রবেশ করেছে, একই সাথে যে বা যিনি প্রবেশ করেছেন তার ছবি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ধারন করে আপনাকে দেখাবে PeeperPeeper!
সুতরাং, আর দেরি কেন? এখনই নামিয়ে নিন এই ফ্রি অ্যাপ্লিকেশানটি, PeeperPeeper ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আরও দারুণ দারুণ সব অ্যাপ্লিকেশান পেতে দি ঢাকা টাইমসের সাথেই থাকুন।
সূত্রঃ দি টেক জার্নাল