দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচিতে গতকালও মারা গেছে ৮ জন। দেশের বিভিন্ন স্থানে আজও ট্রেন যোগাযোগ ব্যাহত।
১৮ দলীয় জোটের ডাকা এ সপ্তাহের অবরোধ কর্মসূচির আজ বৃহস্পতিবার ষষ্ঠ দিন। আজও দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ঘটেছে। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে রাজধানীর বিজয় নগরে ছাত্রদল ও সেগুন বাগিচাতে যুবদল অবরোধের পক্ষে মিছিল করেছে। বরিশালে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। জয়পুরহাটের উলিপুরে ফিসপ্লেট খুলে রাখায় ওই রুটে সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচির পঞ্চম দিনে গতকাল বুধবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটেছে। সহিংসতায় বিভিন্ন স্থানে গতকাল ৮ জন নিহত হয়েছে।
# গাইবান্ধার সাঘাটা উপজেলার বুরুঙ্গী নামক স্থানে ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জন।
# ফেনীতে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে যুবদল নেতা হারুনুর রশিদ হারুন নিহত হয়েছেন।
# ঢাকার নবাবগঞ্জে পুলিশের ধাওয়ায় অসুস্থ হয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন।
এদিকে গত ২৮ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী বাসে অবরোধকারীদের ছোড়া পেট্রল বোমায় আহত ওহিদুর রহমান বাবু (২২) গতকাল বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।