দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ সমুদ্রের নিচের রহস্য উম্মচন এবং গবেষণার জন্য বিজ্ঞানীরা এবার U-CAT নামক পানির অনেক গভীরে যেতে সক্ষম কচ্ছপের চলনের অনুরুপ রোবট তৈরি করেছেন।
গবেষকরা জানিয়েছেন U-CAT সমুদ্রের নিচের অজানা রহস্য এবং ডুবে যাওয়া বিভিন্ন জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধারে ব্যবহার হবে। Tallinn University of Technology এর বিশেষজ্ঞ দল এই রোবট তৈরি করেছেন।
চারটি সম্পূর্ণ স্বাধীন পাখা নিয়ে U-CAT উপরে নিচে সামনে পিছে সব যায়গায় সাঁতার কাটতে পারে। এটি পরিচালনা করতে হয় ম্যানুয়াল ব্যবস্থায়। এটি মূলত পানির গভীরে চলে যেতে পারে একই সাথে এটি বিভিন্ন কোণে ঘুরে যেতে কিংবা উপর নিচে যেতে পানির প্রবাহকে শান্ত রেখেই ছুটে বেড়াতে পারে। এটি পানির নিচের বিভিন্ন স্থাপনা, খনিজ আবিষ্কার, উত্তোলন কাজেও জিনিস পত্র পৌঁছে দেয়া সহ গবেষণা কাজে বিশেষ উপযোগী যন্ত্র হিসেবে ব্যবহার হবে।
U-CAT তৈরিতে মূলত ইউরোপীয় ইউনিয়ন অর্থায়ন করেছে, এটি ভূমধ্য এবং বাল্টিক সাগরে অনুসন্ধান সহ বিভিন্ন কাজ করবে। মলত এটি অন্যান্য বিশাল আকারের ভাসমান রোবটের সাথে এক যোগে পানির নিচের বিভিন্ন বিষয়ে গবেষণার কাজে ব্যবহার হবে।
ভিডিওতে দেখে নিন পানির নিচে U-CAT কিভাবে কাজ করবেঃ
সূত্রঃ Treehugger