দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট, কিংবদন্তী বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা আর নেই! মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর, তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।
নেলসন ম্যান্ডেলা বেশ কিছুদিন ধরেই অসুস্থ। চলতি বছরের জুলাইয়ে ৯৫ বছর পূর্ণ করবেন এই নোবেল শান্তি পুরস্কার জয়ী। কিন্তু বার্ধক্য এবং শ্বাসতন্ত্রের জটিলতার কাছে হার মেনে শুক্রবার তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পৃথিবী হারাল এক মহান পুরুষকে।
নেলসন রোলিহালালা ম্যান্ডেলা ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকার ট্রান্সকিতে জন্মগ্রহণ করেন।তার বাবা হেনরি মেন্ডেলা টেম্বু উপজাতির প্রধান ছিলেন।মেন্ডেলা প্রথমে ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয় কলেজ ও পরে উইট ওয়াটারসরেন্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন।১৯৪২ সালে তিনি আইন বিষয়ে ডিগ্রি নেন।
নেলসন রোলিহালালা ম্যান্ডেলা যিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি। তিনি ১৯৯৪ হতে ১৯৯৯ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এর আগে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র সংগঠন উমখন্তো উই সিযওয়ের নেতা হিসাবে বর্ণবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ম্যান্ডেলা ২৭ বছর কারাবাস করেন। এর অধিকাংশ সময়ই তিনি ছিলেন রবেন দ্বীপে। ১৯৯০ সালের ১১ই ফেব্রুয়ারি তিনি কারামুক্ত হন। এর পর তিনি তাঁর দলের হয়ে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের সাথে শান্তি আলোচনায় অংশ নেন। এর ফলশ্রুতিতে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটে এবং সব বর্ণের মানুষের অংশগ্রহণে ১৯৯৪ সালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
দি ঢাকা টাইমস বিশ্বের এই মহান নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।