খুঁজে পাওয়া গেলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পারমাণবিক সাবমেরিন!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হারিয়ে যাওয়া এক জাপানি সাবমেরিনের খোঁজ পাওয়া গেছে। দীর্ঘসময় ধরেই এই সাবমেরিনগুলো ঠিক কোথায় অবস্থান করছে, তার কোনো হদিসই পাওয়া যায়নি। আর তা থেকেই রহস্যময়তার তকমা পড়েছিলো তাদের গায়ে।

আমেরিকার হাওয়াই উপকূলের কাছে সমুদ্রে ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের অনুসন্ধানী দল এই সাবমেরিনের অস্তিত্ব খুঁজে পান। ‘আই-৪০০’ নামের এই সাবমেরিনগুলো জাপানি পরিভাষায় ‘সেন-কাকু’ ঘরাণার সাবমেরিন। পারমাণবিক সাবমেরিন তৈরি হওয়ার আগ পর্যন্ত সবথেকে বড় আকারের সাবমেরিনগুলোর মধ্যে এটি অন্যতম। আকারে ‘আই-৪০০’ ছিলো ৪০০ ফিট লম্বা। এই সাবমেরিনের সবচেয়ে অভিনব দিক হলো, মাত্র একবার জ্বালানী ভরেই এটি গোটা পৃথিবী দেড়বার পাক দিয়ে আসতে পারতো। এখন পর্যন্ত পৃথিবীতে এই ধরনের মাত্র তিনটি সাবমেরিন তৈরি হয়েছে।

Related Post

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আমেরিকার সেনাবাহিনী ‘আই-৪০০’ এবং আরো চারটি জাপানি সাবমেরিন কব্জা করে ফেলে তাদের আমেরিকাধীন সমুন্দ্রবন্দর পার্ল হারবারে নিয়ে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তিকালীন চুক্তি অনুযায়ী ১৯৪৬ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আমেরিকার কাছ থেকে জাপানি সাবমেরিনগুলোয় প্রবেশাধিকার দাবি করে। কিন্তু উন্নত প্রযুক্তিতে তৈরি এই সাবমেরিনগুলোয় সোভিয়েত সেনাদের প্রবেশাধিকার দেয়া এড়াতে আমেরিকা সাবমেরিনগুলোর নিচে ছিদ্র করে তা সমুদ্রে ডুবিয়ে দেয় এবং সোভিয়েতকে জানায় যে, সাবমেরিনগুলো সম্পর্কে তারা কিছুই জানে না। এই পাঁচটি সাবমেরিনের বাকি চারটি উদ্ধার করা গেলেও ‘আই-৪০০’ এর কোনো খোঁজই পাওয়া যাচ্ছিলো না। ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের এই আবিষ্কারের ফলে তাই দীর্ঘদিনের একটি রহস্যের সমাধান হলো।

অনুসন্ধানী দলের নেতা টেরি ক্যারবি বলেন, এই আবিষ্কার ছিলো পুরোপুরি অপ্রত্যাশিত কারণ উপকূলের এতো কাছে এই বিশাল সাবমেরিনটি পাওয়া যাবে এটা তারা কল্পনাও করেননি।

তথ্যসূত্র: ডেইলি মেইল

This post was last modified on জুন ৪, ২০১৫ 10:08 অপরাহ্ন

এহ্‌তেশাম

View Comments

Recent Posts

জিভ দেখেও কিন্তু রোগ চেনা যায়! কোন উপসর্গ দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ শরীরে পানির ঘাটতি হলেও জিভ সাদা হয়ে যায়। নিয়মিত…

% দিন আগে

বেড়ে ওঠার সময় শিশুকে দুধ খাওয়ার সঙ্গে রুটিনেও আনতে হবে বদল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার শিশু বেড়ে ওঠার সময় কেবলমাত্র দুধভাত ও শাকসব্জি খাওয়ানোই…

% দিন আগে

ফেসবুকে পছন্দের পুরনো রিলস খুঁজে পেতে করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফেসবুকে কখন ঘণ্টার পর ঘণ্টা সময় পেরিয়ে যায় বোঝা যায়…

% দিন আগে

শীঘ্রই আসছে জিমের ‘মেঘবালিকা’ নামে নতুন নাটক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে…

% দিন আগে

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে বন্দুকধারীর গুলি: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলি করে অজ্ঞাত বন্দুকধারী। ব্রিটিশ সংবাদমাধ্যম…

% দিন আগে

পৃথিবীতে এমন ৫টি দেশ রয়েছে যেখানে ২৪ ঘণ্টাই দিনের আলো থাকে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি বিশ্বের প্রায় জায়গাতেই ১২ ঘণ্টার দিন, ১২ ঘণ্টার…

% দিন আগে