The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ভয়ংকর অনিন্দ্য সুন্দর ঝড়ের সময়কার ছবি

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ঝড়ের সময় আসলে কি হয় তা আমরা ঠিক বুঝতে পারি না। বজ্রঝড়, জলোচ্ছাস, প্রবল বৃষ্টি, বিদ্যুৎচমকানো আমরা সবাই দেখিছি। আজকের এই আয়োজনে, আমরা অনিন্দ্য সুন্দর ঝড়ের ছবি দেখবো যা ভয়ংকর হলেও আপনাকে মুগ্ধ করবে।


strom

১. কলোরাডোর ব্রিংটনে বৃষ্টিপাতের ছবি

1

২. ক্যাপইয়র্ক অস্ট্রেলিয়াতে ঝড় ধেয়ে আসছে

2

৩. টেক্সাসের আকাশে অনিন্দ্য সুন্দর বাজ চমকাচ্ছে সাথে বিপুল রঙিন মেঘরাশি

3

৪. এটি ব্রাজিলে ন্যাশনাল কংগ্রেস ভবন। ঝড়ের ফলে মনে হচ্ছে যেন আকাশ থেকে পানি ভর্তি হচ্ছে পাত্র।

4

৫. এটি কলোরাডোর. ডেনভারের আকাশে হাজার খানেক কমলা রঙের হিলিয়াম বেলুন আকাশে উড়িয়ে দেয়া হয়েছে জাতীয় ফুটবল লীগ শুরুর প্রাক্কালে

5

৬. কানাডিয়ান সীমান্ত থেকে মাত্র ৫ মাইলে দূরে ঝড় দেখা যাচ্ছে

6

৭. উতাহ এর টিমপানগোস অঞ্চলের দিগন্ত রেখায় চমৎকার প্রাকৃতিক বিদ্যুৎ চমকানো

7

৮. জার্মানীর একটি ক্ষেতে ঝড়ের ভয়ংকর রূপ

8

৯. অস্ট্রেলিয়ায় সমুদ্রের উপর এটিকে ধূলির ঝড় বলা যেতে পারে যা এক প্রান্ত আটকে দিয়েছে

9

১০. কলোরাডোতে আকাশ বিদীর্ণ করা বিদ্যুৎ চমকানো

10

১১. বিদ্যুৎ চমকানো এবং ঝড় একই সাথে

11

১২. ভার্জিনিয়ায় আকাশ পরিষ্কার অথচ গাড়ির আয়নাতে পেছন থেকে ফনা তুলে ঝড় এগিয়ে আসছে

12

১৩. গ্র্যান্ড ক্যানিয়নে বিদ্যুৎ চমকানো এবং ঝড় যুগপত এক সাথে

13

১৪. ডেভিলস টাউয়ার নামে উয়েমিং এর জাতীয় সৌধে ঝড় নে সাপের ফনা তুলে ছোবল দিবে

14

১৫ . নেবারাস্কার দিগন্তে সূর্য অস্ত যাচ্ছে একই সাথে ঝড় হচ্ছে

15

১৬. হংকং এর আকাশে কালো মেঘের ঘনঘটা

16

১৭. অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ভয়ংকর ঝড় আক্রমণাত্মক ভঙ্গিতে

17

১৮. ইন্ডিয়ানার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে

18

১৯. জাপানে একটি আগ্নেয়গীরি অগ্নুৎপাত এবং একই সাথে বিদ্যুৎ চমকানো

19

২০. বিদ্যুৎ চমকানোর ফলে ওয়াশিংটনে আগুনের সূচনা

20

তথ্যসূত্র: Viralnova

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...