The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

খুব শীঘ্রই সাশ্রয়ী মূল্যের ট্যাব বাজারে আনতে যাচ্ছে স্যামসাং!

ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ গুগল এবং আইফোনের সাথে পাল্লা দিতে আগামী বছরের শুরুর দিকেই জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং তাদের সাশ্রয়ী মূল্যের ট্যাব বাজারে আনার বিষয়ে পরিকল্পনা করছে বলে জানা গেছে।


samsung-tab

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং ইতোমধ্যে তাদের স্মার্টফোন ট্যাবলেট দিয়ে প্রযুক্তি বাজারে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে তবে গুগল মটোরোলার সাশ্রয়ী মটো-জি নিয়ে এবং নেক্সাস৭ বর্তমান বাজারে দারুণ সফল হওয়াতে স্যামসাং নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে নতুন করে ভাবছে, বিভিন্ন প্রযুক্তি নির্ভর মিডিয়ার তথ্য অনুযায়ী আগামী ২০১৪ সালের শুরুর দিকেই স্যামসাং এর নতুন ট্যাবলেট বাজারে আসবে এবং এর সর্বনিন্ম মূল্য ১৩৫ ডলার বা তার আসে পাশেই থাকবে যা বাংলাদেশী টাকায় ১০,৫০০ টাকা প্রায়!

নতুন বাজারে আসতে যাওয়া স্যামসাং এর এসব মডেলের মাঝে বিশেষ করে Galaxy Note 3 Lite, Galaxy Grand Lite এবং Galaxy Tab 3 অন্তর্ভুক্ত থাকবে।

নতুন বাজারে আসতে যাওয়া Galaxy Tab 3 Lite এর বিষয়ে জানা গেছে এটি আগামী বছরের জানুয়ারিতেই বাজারে পাওয়া যাবে এবং এর মূল্য ১০ থেকে ১২ হাজারের ভেতরেই থাকবে!

অনেকেই ধারণা করছে স্যামসাং তাদের সামনে বাজারে আনতে যাওয়া ট্যাবলেট ডিভাইসে একই সাথে Wi-Fi এবং 3G ব্যবহারের সুবিধা সংযুক্ত করেছে এক্ষেত্রে 3G প্রযুক্তির ডিভাইসে স্যামসাং দামে কম একই সাথে উচ্চ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে দুর্দান্ত সমন্বয় বজায় রেখেছে। ইতোমধ্যে স্যামসাং জানিয়েছে তারা ট্যাবলেটে OLED ডিসপ্লে নিয়ে কাজ করছে, তবে কি তাহলে Galaxy Tab 3 Lite এ এই সুবিধা দেয়া হচ্ছে!

যাই হোক স্যামসাং তাদের সাশ্রয়ী মূল্যের ট্যাব যদি বাজারে নিয়ে আসে তবে এটা গুগলকে নতুন করে নিজেদের লাভ কমিয়ে বাজার ধরার বিষয়ে আরও উৎসাহ যোগাবে, যার ফলে গ্রাহকরাই লাভোমান হবেন!

সূত্রঃ দিটেকজার্নাল

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali